Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ক্লপের উত্তরসূরি স্লট, রিয়ালে এমবাপ্পের ৯ নম্বর!

231

লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হচ্ছেন কে? অল রেডদের প্রথম পছন্দ ছিল বেয়ার লেভারকুসেনের জাবি আলোনসো। কিন্তু সরাসরি না করে দিয়েছেন লেভারকুসেনকে বুন্দেসলিগা জেতানো আলোনসো। এরপর আলোচনায় ছিলেন রবার্তো ডি জেরবি ও রুবেন আমোরিম।

এই দুজনকে পেছনে ফেলে সম্ভাব্য ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে আরনে স্লটকে। নেদারল্যান্ডসের শীর্ষ ক্লাব ফেইনুর্ডের এই কোচের সঙ্গে আলোচনা শুরু করেছে লিভারপুল। দ্য অ্যাথলেটিক, দ্য টাইমস, স্কাই স্পোর্টস নিশ্চিত করেছে স্লটের জন্য ফেইনুর্ডকে ট্রান্সফার ফি হিসেবে ১০ মিলিয়ন ইউরো দিতে রাজি লিভারপুল। তবে ফেইনুর্ডের চাওয়া আরও বেশি।

গত বৃহস্পতিবার ঈগলসের বিপক্ষে ফেইনুর্ডের ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করেছিলেন ৪৫ বছরের স্লট। তাতে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেছে ইউরোপের অনেক নামি সংবাদমাধ্যম।

২০২১-২২ মৌসুমের উয়েফা কনফারেন্স লিগে স্লটের হাত ধরে ফাইনাল খেলে ফেইনুর্ড। তারা ২০২২-২৩ মৌসুমে জিতেছে ডাচ লিগ আর ২০২৩-২৪ মৌসুমে ডাচ কাপ। চলতি মৌসুমে ডাচ লিগে দুইয়ে আছে ফেইনুর্ড। স্লটকে তাই পেতে চেয়েছিল বায়ার্ন মিউনিখও। তবে তিনি নাকি আগ্রহী লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হতে।

এদিকে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে আসাও নিশ্চিত অনেকটা। আজ (বুধবার) স্প্যানিশ দৈনিক ‘এএস’ জানিয়েছে আনুষ্ঠানিক ঘোষণাটা আসবে ১ জুলাই। রিয়ালে আসলে কোন পজিশনে খেলবেন এমবাপ্পে? তার প্রিয় পজিশন লেফট উইংয়ে তো খেলেন ভিনিসিয়ুস জুনিয়র।

এএস জানাচ্ছে, ফরোয়ার্ড হিসেবে ৯ নম্বর জার্সিতে খেলতে রাজি এমবাপ্পে। এই পজিশনে রিয়ালে খেলেন জোসেলু। তাও বেশির ভাগ ম্যাচে বদলি হিসেবে নামানো হয় তাকে। এমবাপ্পে এলে নতুন পরিকল্পনাতেই তাই দল সাজাবেন কার্লো আনচেলোত্তি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত