Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

২০২৬ পর্যন্ত জার্মানির কোচ নাগেলসমান

জার্মানি জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসমান। ছবি: টুইটার
জার্মানি জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসমান। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

তাকে ঘিরে কত গুঞ্জন, কত আলোচনা। ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়ে ছাপা হয়েছে কত খবর। কিন্তু সব গুঞ্জন-আলোচনায় জল ঢেলে দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন জুলিয়ান নাগেলসমান। কোথাও যাচ্ছেন না তিনি, জার্মানি জাতীয় দলেই থাকছেন সময়টা আরও লম্বা করে।

২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন নাগেলসমান। এতদিন ২০২৪ সালের ইউরো পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। তবে ইউরোপসেরা প্রতিযোগিতা শুরুর আগেই চুক্তি বাড়িয়ে নিলেন আরও দুই বছর। গত বছরের সেপ্টেম্বরে হান্সি ফ্লিকের জায়গায় জার্মান জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই কোচ।

চুক্তি বাড়িয়ে সাবেক বায়ার্ন মিউনিখ কোচ বলেছেন, “হৃদয় থেকে সিদ্ধান্তটা এসেছে। জাতীয় দলের কোচ হওয়াটা অনেক সম্মানের।”

সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তেই নিতে হয়েছে তাকে। কারণ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব তাকে চেয়েছিল কোচ হিসেবে। বিশেষ করে, বায়ার্ন মিউনিখ নাগেলসমানকে ফেরাতে উঠেপড়ে লেগেছিল। বাভারিয়ানদের বর্তমান কোচ টমাস টুখেল মৌসুম শেষে আলিয়েঞ্জ অ্যারেনা ছাড়বেন। তার জায়গায় আবার নাগেলসমানকে চাইছিল বায়ার্ন।

ওদিকে তার লিভারপুলের কোচ হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। চলতি মৌসুম শেষে ইয়ুর্গেন ক্লপ ছাড়বেন অ্যানফিল্ড। ইংলিশ ক্লাবে সাফল্য ফেরানো এই কোচের উত্তরসূরি হিসেবে নাকি আরেক জার্মানকেই ভাবছিল লিভারপুল। এছাড়া বার্সেলোনায় জাভির চেয়ারে নাগেলসমানের বসার আলোচনাও ছিল ইউরোপিয়ান মিডিয়ায়।

তবে নাগেলসমান জার্মানি জাতীয় দলকেই বেছে নিলেন। ইউরোর আগেই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জাতীয় দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহ থাকার পরও নাগেলসমানকে ধরে রাখতে পারার সন্তুষ্টি ঝরল জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সভাপতি বার্নড নুয়েনডর্ফের কণ্ঠে, “ইউরোপের অনেক বড় ক্লাবের তালিকা থাকার পরও ইউরোর পর নাগেলসমান জাতীয় দলের কোচ হিসেবে থাকবে। এটা ডিএফবি ও জাতীয় দলকে একটা শক্তিশালী বার্তা দিচ্ছে। এখন আমাদের আরও মনোযোগী হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে নামতে হবে।”

একসময় বড় প্রতিযোগিতা এলেই ফেভারিটের তালিকায় রাখা হতো জার্মানিকে। কিন্তু এখন নিজেদের ছায়া আটকে আছে তারা। ২০১৬ সালের পর বড় প্রতিযোগিতায় শেষ ষোলোতে পৌঁছতে পারেনি। গত দুই বিশ্বকাপে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এছাড়া ২০২০ সালের ইউরোতেও যেতে পারেনি নকআউট পর্বে।

তবে নাগেলসমানের অধীনে বদলাতে শুরু করেছে জার্মানি। তার অধীনে খেলা ছয় ম্যাচের তিনটি জিতেছে জার্মানি। এর মধ্যে রয়েছে সবশেষ দুই ম্যাচে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের সুখস্মৃতি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত