Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

‘বরিশালের কোটি টাকায় বিয়ে স্থগিত করেননি মিলার’

ওয়াসিম আকরাম বলেছেন টাকার জন্য বিয়ে স্থগিত করেছেন ডেভিড মিলার। ফরচুন বরিশাল অস্বীকার করেছে সেটা।
ওয়াসিম আকরাম বলেছেন টাকার জন্য বিয়ে স্থগিত করেছেন ডেভিড মিলার। ফরচুন বরিশাল অস্বীকার করেছে সেটা।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

চুক্তি ছিল দুই ম্যাচের। ফরচুন বরিশাল বিপিএল ফাইনালে পৌঁছানোয় ডেভিড মিলারকে অনুরোধ করা হয় আরেকটা ম্যাচ খেলার। শেষ পর্যন্ত রাজি হন তিনি। বরিশালকে চ্যাম্পিয়ন করেই উড়াল দেন দক্ষিণ আফ্রিকায়।

এর বিনিময়ে কত টাকা পেয়েছেন ডেভিড মিলার? মোটা পারিশ্রমিকের জন্য কি নিজের বিয়ে পিছিয়ে দিয়েছিলেন তিনি? পাকিস্তানের টিভি চ্যানেল ‘এ স্পোর্টসের’ নিয়মিত আয়োজন ‘দ্য প্যাভিলিয়ন’-এ গত মঙ্গলবার (১২ মার্চ) পাকিস্তানি সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এ নিয়ে বলেছেন, ‘‘আমি মাত্রই জানতে পারলাম ডেভিড মিলারকে তিন ম্যাচের জন্য দেড় লাখ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেজন্য সে বিয়ে স্থগিত করে দেয় ।’’

দেড় লাখ ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। তিনটা ম্যাচের জন্য মিলারকে এত বেশি টাকা দেওয়া মাথা ঘুরিয়ে দেওয়ার মত ব্যাপার। টাকার জন্য বিয়ে স্থগিত করে দেওয়াটাও বড় খবর। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সংবাদ পরিবেশন করে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

তবে ওয়াসিম আকরামের দেওয়া তথ্যটা অস্বীকার করেছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান, ‘‘মিলারের পারিশ্রমিক নিয়ে ওয়াসিম আকরাম অসত্য বলেছেন। এটি ভুল তথ্য। আকরাম সম্ভবত আবেগি হয়ে এই কথা বলেছেন। মিলার টাকার জন্য নয়, আবেগের কারণে ফাইনাল খেলেছে। আমি নিজে তো বটেই, দলের বলবয় পর্যন্ত ফাইনাল খেলতে অনুরোধ করে ওকে। সবার অনুরোধ ফেলতে পারেনি মিলার। ওর বিয়ে শুরু থেকেই ৯ মার্চ ছিল। আর বিয়েটা ৯ মার্চেই হয়েছে, মোটেও সেটা পেছায়নি।’’

তাহলে তিন ম্যাচের জন্য মিলারকে কত পারিশ্রমিক দেওয়া হয়েছে? মিজানুর রহমান জানালেন, ‘‘১০ হাজার মার্কিন ডলার চুক্তি হয়েছিল মিলারের সঙ্গে। সেই টাকাটা ওয়াসিমের কাছে কীভাবে দেড় লাখ মার্কিন ডলার হয়ে গেল, সেটাই বুঝলাম না।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত