Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

শ্বাসরুদ্ধকর জয়ের পর ক্ষমা চাইলেন পন্ত

৪৩ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেছেন ঋষভ পন্ত। ছবি: টুইটার
৪৩ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেছেন ঋষভ পন্ত। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

যেভাবে মারতে চেয়েছেন, সেভাবেই ব্যাটে লেগেছে। আবার মিস হিটেও বল হয়েছে সীমানাছাড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নির্বাচকদের কাজ সম্ভবত সহজ করে দিলেন ঋষভ পন্ত। আইপিএলে তার টর্নেডো ব্যাটিংয়ের পর শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস।

বুধবার (২৪ এপ্রিল) অরুণ জেটলি স্টেডিয়ামে পন্ত ও অক্ষর প্যাটেলের হাফসেঞ্চুরিতে ৪ উইকেটে ২২৪ রানের বিশাল স্কোর গড়ে দিল্লি। সেই রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানে হারে গুজরাট। শেষ ৪ বলে ১১ রানের প্রয়োজনীয়তা মেটাতে পারেননি রশিদ খান। তবে সাই সুদর্শনের ৩৯ বলে ৬৫ ও ডেভিড মিলারের ২৩ বলে খেলা ৫৫ রানের ঝড়ো ইনিংসে দিল্লিকে একসময় কাঁপিয়েই দিয়েছিল গুজরাট।

যদিও এই ম্যাচে নায়কের ভূমিকায় ছিলেন পন্ত। ওভার না থাকায় সেঞ্চুরি পাওয়া হয়নি তার। অপরাজিত ছিলেন ৮৮ রানে। ৪৩ বলের ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ৮ ছক্কায়। অক্ষর খেলেন ৪৩ বলে ৬৬ রানের ইনিংস। আর ট্রিস্টান স্টাবস ৭ বলে করেন ২৬ রান।

তাদের ব্যাটিং তাণ্ডবে লজ্জায় ডুবেছেন মোহিত শর্মা। গুজরাটের এই পেসার এখন আইপিএল ইতিহাসের সবচেয়ে খরুচে বোলার। ৪ ওভারে ৭৩ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন তিনি। এর মধ্যে শেষ ওভারেই খরচ করেছেন ৩১ রান। মোহিত ভেঙেছেন বাসিল থাম্পির ৭০ রানের রেকর্ড।

৪৪৪ রানের ম্যাচের সেরা খেলোয়াড় পন্ত। দলের জয় নিশ্চিতের পর ক্ষমা চেয়েছেন দিল্লি অধিনায়ক। প্রতিপক্ষের কাছে নয়, পন্ত ক্ষমা চেয়েছেন আইপিএলের ক্যামেরাপার্সনের কাছে। ঝড়ো ব্যাটিংয়ে রান তোলার সময় তার একটি শট গিয়ে আঘাত করে এক ক্যামেরাপার্সনকে। ম্যাচের পর কোচ রিকি পন্টিংকে সঙ্গে নিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন পান্ত।

আইপিএল থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে পান্ত ওই ক্যামেরাপার্সনকে বলছেন, “দুঃখিত দেবাশিষ ভাই। আপনাকে আঘাত করার কোনও ইচ্ছা ছিল না। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সামনের দিনের জন্য শুভেচ্ছা।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত