Beta
সোমবার, ৬ মে, ২০২৪
Beta
সোমবার, ৬ মে, ২০২৪

ঘরোয়া ক্রিকেট লিগের মান নামছে

শেখ জামাল ৮৮ রানে অলআউট হয়েছিল আবাহনীর বিপক্ষে।
শেখ জামাল ৮৮ রানে অলআউট হয়েছিল আবাহনীর বিপক্ষে।

যানজটে আটকা পড়ে ঢাকা থেকে সময়মতো বিকেএসপি যেতে পারেননি তামিম ইকবাল। ম্যাচ শুরুর পরে হাজির হওয়ায় ওপেনিংয়ের বদলে নামতে হয়েছে মিডলঅর্ডারে।

ভয়াবহ যানজটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বিকেএসপির আরও দুটো ম্যাচ স্থগিত হয় এবার । সেই বিকেএসপি থেকে গত ৬ এপ্রিল ম্যাচ শেষ করে বিকেলের আগেই সন্তানসহ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির মোহামেডানের আবু হায়দার রনি!

কারণ রনি ৭ উইকেট নিয়ে বিকেএসপিতে গাজী টায়ার্সকে অলআউট করে দিয়েছিলেন ৪০ রানে। সেই ম্যাচ ৬.২ ওভারে জিতে যায় মোহামেডান। অভাবিত কাণ্ডে ৩০০ বলের ইনিংস শেষ হয়ে যায় ৩৮ বলে!

১০ ওভারে রান তাড়া

এরকম আরও কয়েকটি ইনিংস শেষ হয়েছে ১০ ওভারে, আর কয়েকটি ২০ ওভারের মধ্যে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১১০ রান তাড়া করে জিতেছে ৯ ওভারে। ১১ ওভার শেষ হওয়ার আগে জয় আছে ৪টি। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ১১০ রানের চ্যালেঞ্জ ৪০ মিনিটেই পেরিয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে মোহামেডান জিতেছে ৬.২ ওভারে।

সবমিলিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ৭ ইনিংস শেষ হয়েছে ১০০ রানের নিচে। এর বাইরে ১০০ থেকে ১৩০ রান বা তার নিচে শেষ হয়েছে ৮টি ইনিংস। ১৩০ থেকে ১৫০ রান বা তার কমে শেষ হয়েছে ৭টি ইনিংস। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি অলআউট হয়েছে ৪০ রানেও। এটা এবারের লিগে সবচেয়ে কম রানের ইনিংস। এখানে ৫০ ওভারের ম্যাচে যখন রানের আকাল তখন পাশের দেশ ভারতের আইপিএলে ২০ ওভারে ৩০০ ছুঁই ছুঁই স্কোরও হচ্ছে।

আগের দুই মৌসুমে ছিল না রান খরা

এবারের তুলনায় গত দুই মৌসুমে লিগে ভাল প্রতিদ্বন্দ্বীতা হয়েছিল। ১০০’র নিচে অলআউট হওয়া ইনিংস আছে মাত্র দুইটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৮৯ রানে গুটিয়ে যায় শেখ জামাল। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মোহামেডান থামে ৮০ রানে। তার আগের মৌসুম অর্থাৎ ২০২২ -এ একশ’র নিচে অলআউট হওয়ার ঘটনাও মাত্র দুটি। লিজেন্ডস অব রূপগঞ্জের দেয়া ২৯৪ রানের লক্ষ্যে নেমে ৯৭ রানে অলআউট হয় গাজী গ্রুপ। একই দলের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে নেমে ৮৫ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।

উইকেটকে দুষছেন ক্রিকেটাররা

তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেটা সবচেয়ে ভালো খেলে বাংলাদেশ। সেই ওয়ানডেতে দেশের এক নম্বর ঘরোয়া লিগে রান হচ্ছে না। মিরপুরের উইকেট নিয়ে এমনিতেই সমালোচনা হয়। এর সঙ্গে বিকেএসপি আর ফতুল্লার উইকেটে এবার সকালের দিকে সাহায্য পেয়েছেন বোলাররা। তাই টস জিতে বেশিরভাগ দলই নিয়েছে বোলিং।

মোহামেডানের আবু হায়দার রনি ৭ উইকেট নিয়ে ৪০ রানে অলআউট করেছিলেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে।

জানতে চাইলে ২০০৫ সাল থেকে ঘরোয়া ক্রিকেট খেলা প্রাইম ব্যাংকের ব্যাটার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম সকাল সন্ধ্যাকে জানালেন, ‘‘আগের ডিপিএলের চেয়ে এবারের টুর্নামেন্টের উইকেটগুলো একটু ধীর গতির। এটা একটা বড় কারণ। স্কোর কার্ডগুলো খেয়াল করুন, ৯৯ শতাংশ দল টস জিতে ফিল্ডিং নিচ্ছে। নিশ্চয়ই সকালে উইকেটে বোলারদের জন্য সাহায্য থাকে। তাই ব্যাট না নিয়ে বোলিং করছে দলগুলো।’’

সুপার লিগ ও কাউন্সিলরশিপ

২০১৩ সালের নির্বাচনের আগে বিসিবির গঠনতন্ত্রে সংশোধনী করা হয়, প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগের ছয়টি ক্লাবের জন্য দুইজন করে কাউন্সিলর মনোনয়ন পাবে। বিতর্কিত এই সিদ্ধান্তের ইতিবাচক দিক হলো, দুই কাউন্সিলরশিপের লোভে অন্তত দলগুলো শক্তিশালী হতো।

২০২২ সালে বদলে যায় সেই ধারা। নতুন গঠনতন্ত্রে সাধারণ পরিষদের সদস্য নির্বাচনে ৯.২(ক), ৯.২(গ) ও ৯.২(ঘ) ধারায় প্রিমিয়ার লিগের ১২টি ক্লাব থেকে একজন করে কাউন্সিলর অংশ নেওয়ার বিধান ফিরিয়ে আনা হয়। এতে সুপার লিগ নিশ্চিতের জন্য শক্তিশালী দল গঠনের তাড়না থেকে সরে আসে অনেক ক্লাব।

এবারের লিগে যেমন একই গ্রুপের মালিকানার ছায়াতলে খেলছে তিনটি দল – গাজী গ্রুপ ক্রিকেটার্স, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের স্পন্সরও তারা। ১২ দলের মধ্যে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব গ্রুপ পর্ব শেষ করেছে ১২ নম্বরে আর গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ১০-এ। দুই দলেরই জয় কেবল ২টি, হেরেছে ৯ ম্যাচ।

তবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১১ ম্যাচে ৭ জয়ে রয়েছে পয়েন্ট টেবিলের পাঁচে। সুপার লিগ নিশ্চিত করেছে শুধু তারাই। এজন্যই, একজন কাউন্সিলর নীতির জন্য সুপার লিগের আশা না করে ছোট ক্লাবগুলো জোড়াতালি দিয়ে দল গড়ছে এ ধরনের গুঞ্জন আছে।

বড় দলেও বিপর্যয়

ছোট দলগুলোর খেলাতেই যে বিপর্যয় ঘটছে এমন নয়। শিরোপা প্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি ক্লাবও ৮৮ রানে অলআউট হয়েছে আবাহনীর বিপক্ষে। তাও সেটা হোম অব ক্রিকেটখ্যাত মিরপুরে। সেই ম্যাচ ১০.২ ওভারে রান তাড়া করে জিতেছে আবাহনী।

দ্বিতীয় হয়ে সুপার লিগ নিশ্চিত করা শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১২৫ রানে অলআউট হয়েছিল প্রাইম ব্যাংকের বিপক্ষে। সুপার লিগের প্রথম ম্যাচে শাইনপুকুর ১৩৮ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। জবাবে গাজী গ্রুপ অলআউট ১২৫-এ!

ক্লাব কর্তাদের ব্যাখ্যা

সিসিডিএম চেয়ারম্যান ও গাজী গ্রুপ কোম্পানির কর্মকর্তা (গাজী গ্রুপ ক্রিকেটার্স-গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি-রূপগঞ্জ টাইগার্স) সালাহউদ্দিন চৌধুরী স্বীকার করে নিছেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি দলটা শক্তিশালী করতে না পারার কথা।

সালাহউদ্দিন সকাল সন্ধ্যাকে বলেছেন, ‘‘এটা বলতে পারেন যে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি দল গঠনে আমরা অত সিরিয়াস ছিলাম না। কারণ ওখানে আমাদের লক্ষ্য ছিল নতুন ক্রিকেটারদের সুযোগ দেয়া। নতুনরা বড় পর্যায়ে খেলছে, শিখবে। এটা সুপার লিগে না খেলা নিয়ে আমার আফসোস নাই। যুব ক্রিকেটাররা দল পাচ্ছিল না ওদেরকে খেলার সুযোগ করে দিয়েছি।”

তবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্সকে শক্তিশালী দলই মনে করেন সালাহউদ্দিন চৌধুরী, ‘‘ আমাদের একটা দল গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগে খেলছে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট অ্যাকাডেমিও সুপার লিগে খেলার মতো দল। আমরা একই শক্তির দুটো দল করলাম, এত টাকা খরচ করলাম এখন যদি ক্রিকেটাররা পারফরম না করতে পারে তাহলে আমাদের কি করার আছে।’’

ঐতিহ্যবাহী দল ব্রাদার্স ইউনিয়ন ছিটকে পড়েছে সুপার লিগের আগে। শক্তিশালী দল গঠন করতে না পারার কারণ হিসেবে ব্রাদার্সের ক্রিকেট কমিটির চেয়ারম্যান আমিন খান জানালেন, ‘‘গত দুই বছর পারিশ্রমিক পরিশোধ নিয়ে ঝামেলার জন্য অনেক ক্রিকেটার আমাদের ক্লাবে খেলতে চায় না, আসতে চায় না। আমাদের মূল সংকট অর্থনৈতিক। এ কারণে আমাদের ভালো করার ইচ্ছা থাকলেও পারছি না। ব্রাদার্স তো আবাহনী, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাব। আমরাও চাই সুপার লিগে খেলতে, কিন্তু পারছি না।’’

আমিন খান আরও যোগ করেন, “কাউন্সিলর দুইটা বা একটা এটা কোন বিষয় না। এবার ভালো দল গড়েও লিজেন্ডস অব রূপগঞ্জ সুপার লিগে খেলতে পারছে না।”

আহমেদ সাজ্জাদুল আলম ববি : ডিপিএল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান।

পরিশেষে

ডিপিএল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি কাউন্সিরলরশিপ কমায় দুর্বল দল গড়ার অভিযোগ মানছেন না। তবে রান না হওয়ায় উদ্বিগ্ন তিনিও, ‘‘রান হতে হবে। ওয়ানডে, টি-টোয়েন্টি-এসব তো রানেরই খেলা। আমি শুধু একটা কারণকে দায়ী করব না। আবহাওয়া, কন্ডিশন, উইকেটসহ আরও অনেক কিছু থাকতে পারে রান না হওয়ার পেছনে। এগুলো চিহ্নিত করে সমস্যার সমাধান করতে হবে আমাদেরই।’’

লিগের এই চিত্রটাই বলে দিচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের বেহাল অবস্থা। এই সমস্যার দ্রুত সমাধান হওয়া জরুরি। নইলে বাংলাদেশের ক্রিকেটের শক্তির জায়গা ওয়ানডে আরও ক্ষয়ে যাওয়ার মুখে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত