Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স

ওয়ান্ডারার্স ক্লাবের প্রিমিয়ার লিগে ওঠার আনন্দ। ছবি: সংগৃহীত।
ওয়ান্ডারার্স ক্লাবের প্রিমিয়ার লিগে ওঠার আনন্দ। ছবি: সংগৃহীত।

বাফুফে এলিট একাডেমির সঙ্গে গোলশূন্য ড্র করতেই প্রিমিয়ার লিগ ফুটবল নিশ্চিত করেছে ঢাকা ওয়ান্ডারার্স। কমলাপুর স্টেডিয়ামে বুধবার শেষ হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। এবারের লিগে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ ওয়ান্ডারার্স আগামী মৌসুমে খেলবে প্রিমিয়ার লিগে। লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল।  

এক সময় ঢাকার ফুটবলে সাফল্য ও জনপ্রিয়তায় শীর্ষে ছিল ঢাকা ওয়ান্ডারার্স। ১৯৪৮ সাল থেকে শুরু হওয়া ঢাকা লিগে পঞ্চাশ দশকে ঢাকা লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব আছে দলটির। স্বাধীনতা পরবর্তী সময় থেকে ওয়ান্ডারার্সের আধিপত্য কমতে থাকে। ১৯৯৫ সালে প্রিমিয়ার থেকে অবনমিত হয়ে পরের ধাপে নামে তারা। ৮ বছর পর আবার প্রিমিয়ারে ওঠে। যদিও ৩ বছরের বেশি প্রিমিয়ারে থাকতে পারেনি।

বিসিএলে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলবে ইয়ংমেন্স ফকিরেরপুল। ছবি: বাফুফে।

২০০৭ সাল থেকে শুরু হয় পেশাদার লিগ। কিন্তু ওয়ান্ডারার্স কখনও পেশাদার লিগে খেলতে পারেনি।

এবারের মৌসুমে ঢাকা ওয়ান্ডারার্সের কোচ ছিলেন দেশের অন্যতম তারকা ফুটবলার ও কোচ আবু ইউসুফ। ক্যাসিনো কাণ্ডে ওয়ান্ডারার্স ক্লাব বন্ধ ছিল ৪ বছর।

চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে খেলার সুযোগ পেয়ে খুশি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান দেবব্রত ঘোষ, “বিগত ৩ বছর ধরে আমরা ক্লাবটিকে প্রিমিয়ারে ওঠানোর জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু অনেক সময় স্পনসর, আর্থিক সমস্যার কারণে হয়ে ওঠেনি। এবার পেরেছি। এজন্য খুব ভালো লাগছে। ক্যাসিনো কান্ডের পর এমনিতেই ক্লাবের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা করব। যেহেতু এটা পুরনো ক্লাব, ঐতিহ্যবাহী ক্লাব। প্রিমিয়ারে উঠেছে ক্লাবটি। চ্যালেঞ্জ নিয়ে ক্লাবটিকে প্রিমিয়ারে টিকিয়ে রাখার চেষ্টা করব।”  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত