চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যার দায়ে আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গ তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন।
এর মধ্য দিয়ে হত্যাকাণ্ডের ২৬ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হলো।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন– ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ছয় অব্যাহতি পেয়েছে ছয় আসামি। তারা হলেন– ফারুক আব্বাসি, আশীষ রায় চৌধুরী, সানজিদুল ইসলাম ইমন, তারিক সাঈদ মামুন, সেলিম খান ও হারুন-অর-রশিদ ওরফে লেদার লিটন।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানীর ১৮ নম্বর রোডের আবেদিন টাওয়ারের ট্রাম্পস ক্লাবে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে।
পরে সোহেল চোধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ঢাকার গুলশান থানায় হত্যা মামলা করেন।
মামলা তদন্ত করে পরের বছর ১৯৯৯ সালের ২ আগস্ট আদালতে চার্জশিট দেয় পুলিশ। এই মামলায় ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
অভিযোগ গঠনের দুই বছর পর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।