Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

সিডনিতে হামলাকারীকে ঠেকিয়ে যুবক হলেন ‘নায়ক’

Bondi
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

অস্ট্রেলিয়ার ওয়েস্টফিল্ডের বন্ডি জংশন শপিং মলে ছুরি হামলায় ৬ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরে ওই ঘটনা ঘটে।

ঘটনার পর একটি ক্ষুদে ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে শপিং মলের চলন্ত সিড়িতে ছুরি হাতে হামলাকারীকে একটি খুঁটি দিয়ে প্রতিহত করতে এক যুবককে দেখা যায়।

সাদা টি-শার্ট ও জিনস পরিহিত ওই যুবককে সোশাল মিডিয়া ব্যবহারকারীরা ‘সাহসের প্রতিমূর্তি’, ‘একজন সত্যিকারের নায়ক’, ‘কিংবদন্তি’ এবং পদক পাওয়ার যোগ্য বলে অভিহিত করেন। তবে ওই যুবকের পরিচয় এখনও মেলেনি।

ভিডিওটিতে দেখা যায়, চলন্ত সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা লোকটি একটি খুঁটি (বোলার্ড) মাথার উপরে তুলে ধরেছেন। খুঁটির ভারী দিকটি হামলাকারীর দিকে তাক করে তিনি এগিয়ে যাচ্ছেন। আর হামলাকারীও ছুরি নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। তবে পাঁচ সেকেন্ডের ওই ভিডিওটিতে এই লড়াইয়ের পরিণতি দেখা যায়নি।

বন্ডি রেসকিউ লাইফগার্ডের সদস্য এন্ডি রেইড শনিবারের হামলার সময় মায়েরে নামক একটি দোকানে কেনাকাটা করছিলেন। এসময় চতুর্থ তলায় হামলায় আহত হয়ে রক্তক্ষরণের শিকার এক নারীর সেবা করেন তিনি। পরে রেইড নাইন নিউজকে তিনি বলেন, “আমি সবেমাত্র বোলার্ড হাতে লোকটির ভিডিও দেখেছি। আমার মতে মানুষটি আসলেই একজন নায়ক।”

শনিবার সন্ধ্যায় স্থানীয় পুলিশ জানায়, হামলায় ছয়জন নিহত হয়েছেন। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

টিকটকে পোস্ট করা আরেক ভিডিওতে সাধারণ পোশাক পরিহিত দুজন ব্যক্তিকে একজন পুলিশকে অনুসরণ করতে দেখা যায়। আর ওই নারী পুলিশ অনুসরণ করছিলেন হামলাকারীকে। পরে জানা যায় ওই পুলিশই হামলাকারীকে খুঁজে পেয়ে গুলি করে হত্যা করেন।

সিডনি মর্নিং হেরাল্ডের খবরে সিসিটিভি ফুটেজের বরাতে বলা হয়, বেলা ৩টা ১০ মিনিটে হামলাকারী হেঁটে বন্ডি জংশন ওয়েস্টফিল্ডে প্রবেশ করেন। এর কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে যান। এরপর ৩টা ২০ মিনিটে আবার প্রবেশ করেন।

২০১৯ সালে সিডনি সিবিডিতে ছুরি হামলার আরেক ঘটনায় দমকলকর্মী ও উপস্থিত ব্যক্তিরা একটি চেয়ার ও দুধের ক্রেট ব্যবহার করে হামলাকারী মার্ট নে’কে আটকাতে পেরেছিলেন।

২০১৮ সালে মেলবোর্নের বার্ক স্ট্রিটে ছুরি হামলাকারী হাসান খলিফ শিরে আলিকে থামানোর চেষ্টা করেছিলেন বেসামরিক নাগরিকরা। খুনিকে ধরতে এক ব্যক্তি একটি চেয়ার ও আরেকজন ট্রলি ব্যবহার করেছিলেন। এই দৃশ্য তখন এক ব্যক্তি ভিডিও করে সোশাল মিডিয়ায় পোস্ট করলে তা ভাইরাল হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত