Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪
Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪

১৭ বছরের দাবাড়ুর নতুন ইতিহাস

321

মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন গুকেশ ডোম্মারাজু। বিশ্বের তৃতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার তিনি।

সেই গুকেশ ডোম্মারাজু ইতিহাস গড়লেন কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস দাবার শিরোপা জিতে। কানাডার টরন্টোর গ্রেট হলে যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরার বিপক্ষে ড্র করলেই শিরোপা জিততেন ১৭ বছরের এই দাবাড়ু। বাংলাদেশ সময় সোমবার সকালে সেটাই করেন ডোম্মারাজু। ১৪ রাউন্ডের প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হন তিনি। তাতে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতাও অর্জন করেছেন গুকেশ।

গুকেশ ডোম্মারাজুর বাবা চিকিৎসক। মা মাইক্রোবায়োলজিস্ট। দাবা খেলা শুরু করেন সাত বছর বয়সে। এক বছর পরই চ্যাম্পিয়ন হন অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা টুর্নামেন্ট। আর ১২ বছরে তো হয়ে যান গ্র্যান্ড মাস্টারই।

এবার কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে জিতলেন ক্যান্ডিডেটস দাবা। যদিও টুর্নামেন্ট শুরুর আগে দাবার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন বলেছিলেন, ‘‘ভারতীয় দাবাড়ুরা এই টুর্নামেন্টে পিছিয়ে আছে।’’

জয়ের পর অবশ্য এ নিয়ে বিতর্ক তৈরি করতে চাননি গুকেশ ডোম্মারাজু, ‘একেক জনের একেক রকম বক্তব্য থাকতেই পারে। আমি নিজের খেলাটা খেলে গেছি। ভালো লাগছে এখানে জিততে পেরে। তবে বিশ্বরেকর্ড নিয়ে কোনও মাথা ব্যথা নেই আমার।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত