Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

যৌনপল্লী নিয়ে বানসালির তৈরি ‘হিরামান্ডি’র সঙ্গে শ্রীজিতের সম্পর্ক কী

heeramandi

নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া ওয়েবসিরিজ ‘হীরামান্ডি- দ্য ডায়মন্ড বাজার’ এর সাত বছর আগে ভারতীয় চিত্রপরিচালক শ্রীজিত মুখোপাধ্যায়ের ‘বেগম জান’ সিনেমাটি একই ধরনের প্রেক্ষাপটের কাহিনী নিয়ে বলিউডে মুক্তি পেয়েছিল। এর আগে শ্রীজিত পরিচালিত ‘রাজকাহিনী’ চলচ্চিত্রটিরই আবার হিন্দি ভার্সন ছিল ‘বেগম জান’। ‘রাজকাহিনী’ মুক্তি পায় ২০১৫ সালে।

ট্রেইলার ও পত্রপত্রিকায় আসা খবর দেখে অনেকেই বলছেন, শ্রীজিত পরিচালিত ‘বেগম জান’ সিনেমার সঙ্গে সঞ্জয় লীলা বানসালির আলোচিত ‘হীরামান্ডি’ সিরিজের প্রেক্ষাপটের মিল চোখে পড়ার মতো। ‘বেগম জান’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। যাতে উঠে এসেছিল ভারতভাগের সময় যৌনপল্লীতে বসবাসকারী দুই নারী জীবন। বানসালির সিনেমাতেও উঠে এসেছে স্বাধীনতার আগের ভারতীয় নাগরিক জীবন ও যৌনপল্লীর গোপন গল্প।

মে মাসের ১ তারিখ থেকে বহুল আলোচিত হীরামন্ডি মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সে। পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায় ইতিমধ্যেই সঞ্জয় লীলা বানসালির এই কাজটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ইনডিয়া টুডে-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে।

তিনি বলেন, “আমি জয়া চ্যাটার্জির কাজ ‘দ্য স্পয়েলস অব পার্টিসান’ বইটি থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। (‘রাজকাহিনি’ ও ‘বেগমজান’) গল্পের প্লট আমার ছিল। সমাজের সে সময়ে তৈরি হওয়া অসামঞ্জস্য এবং সমাজের সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠির ওপর দেশভাগের কী প্রভাব পড়েছিল সেটি নিয়ে ছিল প্লট। এটা এমন একটি বিষয় যা নিয়ে প্রচুর কাজ হওয়ার বাকি রয়েছে। আমি খুশি যে’ হীরামান্ডি’ আসছে।

হীরামান্ডির প্লট ও তারকা ঝলক

ইতিমধ্যে হীরামান্ডি নিয়ে ওটিটি জগত সরগরম। ৮ পর্বের প্রথম সিজনে যৌনকর্মী হিসেবে অভিনয় করেছেন- মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল, সানজিদা শেখসহ বলিউডের খ্যাতিমান ও শক্তিশালী অভিনেত্রীরা।

পাকিস্তানের লাহোরের পরিচিত যৌনপল্লী হিরামান্ডি। একসময়ে রত্ন কেনাবেচার জায়গা ছিল এটি। ধীরে ধীরে ব্রিটিশ শাসনামলে যৌনপল্লীতে পরিণত হয়। এই যৌনপল্লীর সর্দারনির সঙ্গে নায়কের সংঘাতের মধ্য দিয়ে সিরিজের গল্প এগোয়। যোগ হয় স্বাধীনতা সংগ্রাম।

‘হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার’ সিরিজের জন্য পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স নাকি ১ হাজার কোটি রূপির চুক্তি করেছে।

বানসালিও খরচে কার্পণ্য করেননি। সিরিজে অভিনয় করেছেন এমন সব মূল চরিত্রের অভিনেত্রীকেই পারিশ্রমিক দিয়েছেন কোটি রূপির ওপরে। পরিবেশ তৈরি করতে সেট তৈরি করেছেন ৩ একর জায়গা জুড়ে। যৌন কর্মীদের কোঠাসহ যাবতীয় সেট তৈরি করতে মুম্বইয়ের ফিল্ম সিটিতে ৭০০ জন শিল্পী কাজ করেছেন ৭ মাস সময় ধরে। ৬০ হাজার কাঠ এবং লোহার কাঠামো ব্যবহার করা হয়েছে সেটে।

‘হিরামান্ডি- দ্য ডায়মন্ড বাজার’ এর সেট

তবে শ্রীজিতের সিনেমার সঙ্গে সমালোচকরা যতই প্রেক্ষাপট মেলানোর চেষ্টা করুক না কেন, সঞ্জয় লীলা বানসালি বলেছেন, এ প্লটটি নিয়ে লেখক মইন বেগ তার কাছে ১৪ বছর আগে প্রথম এসেছিলেন। তখন নানা বাস্তবতার কারণে লেখককে ফিরিয়ে দিতে হয়েছিল বানসালির।

ফারদিন খানের ফিরে আসা

আবুধাবিতে জন্ম নেওয়া ভারতীয় অভিনেতা তাহা শাহ বাদুসা এবং ফারদিন খান এ সিরিজের দুইটি মুখ্য পুরুষ চরিত্রে রয়েছেন। ফারদিন খানের ফিরে আসাটা সত্যিকার অর্থেই চমক ছিল। সঞ্জয় লীলা বানসালি যখন লেখককে ১৪ বছর আগে ফিরিয়ে দিচ্ছিলেন, ঠিক সেই সময়েই সিনে জগত থেকে বিদায় নিচ্ছেন ফারদিন খান। স্ত্রীর গর্ভে জমজ সন্তানের মৃত্যু তার পুরো মনোজগতকে ওলটপালট করে ফেলেছিল। এরপর ঝড়ঝাপ্টা, ডিপ্রেশন লেগেই ছিল। ওজনও বেড়ে গিয়েছিল ঢের। কিন্তু ফারদিন পুনরুজ্জীবিত হলেন যেন ‘হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার’ সিরিজের মধ্যে দিয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত