Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ঢাকাসহ ১৭ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে

ss-umbrella-dhaka-hot-22042024-04
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

তাপপ্রবাহের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলের তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা।

আবহাওয়ার তথ্য বলছে, রবিবার দেশের ১১ অঞ্চলের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। সোমবার সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৭তে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙায়, ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে তাপমাত্রার পারদ এই প্রথম ৪৩ এর ঘরে পৌঁছালো। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা পাওয়া গেছিল যশোরে।

এর মধ্যে একটি আশার কথা শুনিয়েছে আবহাওয়া বিভাগ। তারা জানিয়েছে, আগামী দুই বা তিন মে সিলেট ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তাতে কিছু সময়ের জন্য কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, ঢাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক তিন ডিগ্রি, যা রবিবার ছিল ৩৯ ডিগ্রি। এর আগের দিন শনিবার তাপ ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার যেসব এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে সেগুলো হলো, ঈশ্বরদী, যশোর, রাজশাহী, বাঘাবাড়ি, কয়রা, ফরিদপুর, মোংলা, খুলনা, টাঙ্গাইল, কুমারখালি, বদলগাছি, বগুড়া, আরিচা, গোপালগঞ্জ এবং সাতক্ষীরা।

আবহাওয়ার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরও এই সময়ে একসঙ্গে এতগুলো অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠেনি। এতদিন ধরে বেশি তাপমাত্রা এত বেশি এলাকাজুড়ে এর আগে কখনও থাকেনি জানিয়ে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, “এটা গতবছরের তুলনায় তো অবশ্যই বেশি।”

সঙ্গে কিছুটা আশার বাণীও শোনান তিনি, “গত কয়েকদিন ধরেই সিলেটের নানা এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু আগামী সপ্তাহে অর্থাৎ মে মাসের দুই বা তিন তারিখের দিকে সিলেট ছাড়াও ঢাকাসহ আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে।”

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে অধিদপ্তর বলছে, যশোর ও রাজশাহীর জেলাগুলোর উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এসময় বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় অস্বস্তিভাব থাকতে পারে। চলমান তাপপ্রবাহ মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা পরিস্থিতি একই থাকতে পারে বুধবারও।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত