Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

২০২৫ সালে একই সময়ে আইপিএল ও পিএসএল

পিএসএল-আইপিএল-০৮
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই শেষ হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে সামনের বছর একই সময়ে হতে যাচ্ছে দুটি প্রতিযোগিতা। চ্যাম্পিয়নস ট্রফির কারণে বদলে গেছে পিএসএলের সময়। টুর্নামেন্টেটির নতুন যে সময় নির্ধারণ করা হয়েছে, ওই সময় হয়ে থাকে আইপিএল।

আইপিএল ১০ দল হওয়ার পর থেকে সাধারণত মার্চে শুরু হয়ে শেষ হয় মে মাসে। অন্যদিকে পিএসএল হয়ে থাকে ফেব্রুয়ারি-মার্চে। কিন্তু ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি থাকায় পিএসএলের সূচি পাল্টাতে হয়েছে।

সামনের বছর চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা ফেব্রুয়ারিতে। দেশের মাটিতে আইসিসির বড় ইভেন্ট থাকায় পিএসএলের সময় পাল্টাতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

শনিবার (৪ মে) লাহোরে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে বসেছিল পিসিবি। সেখানেই নতুন সময়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পিএসএলের ঐতিহ্য ভেঙে ২০২৫ সালে প্রতিযোগিতাটি হবে এপ্রিল-মে মাসে। বৈঠক শেষে পিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামনের বছর ৭ এপ্রিল শুরু হবে ২০ মে পর্যন্ত চলবে পিএসএল।

এ বছর আইপিএল শুরু হয়েছে ২২ মার্চ, চলবে ২৬ মে পর্যন্ত। আগামী বছরও মার্চ থেকে মে পর্যন্ত হওয়ার কথা আইপিএল। ফলে একই সময়ে চলবে ভারত ও পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা।

পিসিবি জানিয়েছে, “ইভেন্ট উইন্ডো অনুসারে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সেকারণে ২০২৫ সালের পিএসএল হবে ৭ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত।”

২০২৫ সালেই প্রথমবার একই সময়ে হতে যাচ্ছে আইপিএল ও পিএসএল। দর্শক চাহিদা বিবেচনায় এটি প্রতিবেশী দুই দেশের লিগের ওপর খুব একটা প্রভাব পড়ার কথা নয়। তবে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত