Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কিশোর গ্যাং নির্মূলে কাজ করছে র‌্যাব : নয়া মুখপাত্র

কারওয়ান বাজারে রবিবার বেলা ১১টায় সাংবাদিকদের মুখোমুখি হন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। ছবি: সকাল সন্ধ্যা
কারওয়ান বাজারে রবিবার বেলা ১১টায় সাংবাদিকদের মুখোমুখি হন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি বলেন, কিশোর অপরাধী চক্র সমূলে উৎখাত করা হবে। আর এ কাজে গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছেন তিনি।  

রবিবার বেলা ১১টার দিকে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজন করা হয়েছিল সাংবাদিকদের সঙ্গে পরিচয়পর্ব ও মতবিনিময় সভা। এসময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি, কথা বলেন কিশোর গ্যাং নিয়েও।

কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে আরাফাত ইসলাম বলেন, “কিশোর গ্যাংয়ের আশ্রয়-প্রশ্রয়দাতা ও মদদদাতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কিশোর গ্যাং চক্রকে আমরা সমূলে উৎখাত করব। এজন্য সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করছি।

“কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়েছি। সেসব নিয়ে আমরা কাজ করছি।”

মাদক নিয়ে র‌্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলেও জানান বাহিনীর এই মুখপাত্র।

১৮ এপ্রিল ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লি গ্রামে একটি মন্দিরের প্রতিমার শাড়িতে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গও মতবিনিময়ে উঠে আসে।

ওই ঘটনায় জড়িত সন্দেহে মন্দিরের পাশে এক স্কুলের শৌচাগার নির্মাণের কাজে নিয়োজিত দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। এতে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য গ্রেপ্তারে র‌্যাব কী উদ্যোগ নিয়েছে জানতে চাওয়া হলে র‌্যাবের মুখপাত্র আরাফাত ইসলাম বলেন, “র‍্যাবের ইনটেলিজেন্স উইং বিষয়টি নিয়ে কাজ করছে। দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।”

ফরিদপুরের ঘটনাটি সোশাল মিডিয়ায় ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা যারা করছেন, তাদের শনাক্ত করা হয়েছে কি না জানতে চাইলে কমান্ডার আরাফাত ইসলাম বলেন, “অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। অপরাধী গ্রেপ্তার হলেই সব বেরিয়ে আসবে।”

এর আগে গত বুধবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব নেন কমান্ডার আরাফাত ইসলাম। বাহিনীটির বিদায়ী মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত