Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪
Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪

ঢাকার ১০ থানায় কিশোর গ্যাং বেশি তৎপর : ডিএমপি কমিশনার

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হাবিবুর রহমান
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হাবিবুর রহমান

ঢাকার ৫০টি থানার মধ্যে ১০টিতে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এর মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা ও  যাত্রাবাড়ী থানার নাম উল্লেখ করেছেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “পুলিশ অনেকগুলো কিশোর গ্যাং চিহ্নিত করতে পারলেও আইনের মারপ্যাঁচে গ্যাংগুলোর গডফাদারদের ধরা যাচ্ছে না।”

শনিবার ঢাকার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’-শিরোনামে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

খেলাধুলা, শিল্প-সংস্কৃতি চর্চার অভাবে দেশের কিশোররা অপরাধের দিকে ঝুঁকে পড়ছে বলে মনে করেন হাবিবুর রহমান। এক্ষেত্রে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “কিশোর গ্যাং নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর কোনও গাফিলতি নেই। কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে পুলিশের ওপর কোনও রাজনৈতিক চাপ না থাকলেও প্রভাবশালী ব্যক্তিদের চাপ রয়েছে। যারা অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত। রাজধানীর ২১ কাউন্সিলরের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্তের অভিযোগ থাকলেও তার সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতরা বেশিরভাগই অপরাজনীতির শিকার।”

প্রভাবশালীরা যেন শিশু-কিশোরদের চাঁদাবাজি, মিছিল-মিটিং, দখলবাজি বা দলবাজিতে ব্যবহার করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে পরামর্শ দেন তিনি। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানান।

“কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর” শীর্ষক ছায়া সংসদে প্রস্তাবের পক্ষে ছিল শহীদ পুলিশ স্মৃতি কলেজ, বিপক্ষে ঢাকা কমার্স কলেজ। বিতর্কে জয় পায় ঢাকা কমার্স কলেজ দল।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক জি এম তসলিম, জিয়া খান, অনিমেষ কর ও কাওসার সোহেলী।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত