Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

অ্যানেস্থেসিয়ার ওষুধের মান নিশ্চিতে মন্ত্রণালয়ের নির্দেশনা

anesthesia-280224-04-1
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

দেশের হাসপাতালগুলোয় অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়ায় ব্যবহৃত ওষুধের মান নিশ্চিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের যুগ্মসচিব জসীম উদ্দীন হায়দারের সই করা ‘অ্যানেস্থেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধ এবং অ্যানেস্থেসিয়া ব্যবহারে ওষুধের গুণগতমান নিশ্চিতকরণ’ শীর্ষক এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সেখানে বলা হয়, “অ্যানেস্থেসিয়ায় ব্যবহৃত ওষুধের গুণগত মান নিশ্চিত করার জন্য অ্যানেস্থেসিয়াতে হ্যালোথেন ব্যবহার ও এর বিকল্প নির্ধারণ করতে হবে। সেইসঙ্গে অ্যানেস্থেসিয়া দেওয়ার ঘটনায় মৃত্যু ও এর অপপ্রয়োগ প্রতিরোধ করতে সুপারিশ করা হলো। আর এজন্য  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হলো।”

গত কয়েক মাসে খতনা ও অ্যান্ডোসকপির মতো পরীক্ষা করার সময় শিশুসহ কয়েকজন রোগীর মৃত্যু হয়। অভিযোগ ওঠে, যথাযথ পরিমাণে বা প্রয়োজন অনুযায়ী অ্যানেস্থেসিয়া না দেওয়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন নির্দেশনা এল।

দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক হিসেবে হ্যালোথেনের পরিবর্তে আইসোফ্লুরেন অথবা সেভোফ্লুরেন ব্যবহার করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সেইসঙ্গে দেশের সব হাসপাতালে বিদ্যমান হ্যালোথেন ভেপোরাইজার পরিবর্তন করে আইসোফ্লুরেন বা সেভোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপন করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রাক্কলন করতেও বলা হয়েছে।

অর্থাৎ এ বিষয়ে খরচের পরিমাণ জানাতে বলা হয়েছে।

বড় ধরনের অপারেশনের সময় রোগীকে পুরোপুরি অচেতন করার জন্য এতদিন দেশে তুলনামূলক কম দামের হ্যালোথেন অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হতো।

যদিও শারীরিক ও পরিবেশগত ক্ষতির দিক বিবেচনা করে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) আগেই হ্যালোথেন নিষিদ্ধ করেছে।

বুধবার দেওয়া নির্দেশনায় মন্ত্রণালয় বলেছে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া হ্যালোথেন কেনা-বিক্রি এবং ব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সব অবেদনবিদদের অর্থাৎ অ্যানেস্থেসিওলজিস্টদের সরকারি ও বেসরকারি হাসপাতালে হ্যালোথেনের পরিবর্তে আইসোফ্লুরেন ব্যবহার করতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

দেশের সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে হ্যালোথেন ভেপোরাইজারের বদলে আইসোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপনের জন্যে চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিতে এবং নতুন অ্যানেস্থেসিয়া মেশিন কেনার ক্ষেত্রে স্পেসিফিকেশন নির্ধারণে স্পষ্টভাবে ভেপোরাইজারের অন্তর্ভুক্তি নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

এসময় বিষয়ে ব্যবস্থা নিতে এই চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত