Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ক্ষমা চাইলেন বিপিএলে ফিক্সিংয়ে জড়িত নাসির জামশেদ

সাবেক পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ। ছবি: টুইটার
সাবেক পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বিপিএলে ফিক্সিংয়ে জড়িত ছিলেন নাসির জামশেদ। পরে তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় জেলও খেটেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। এখন সাজা শেষে মেয়েকে ক্রিকেটার বানানোর অভিযানে নেমেছেন তিনি। যে কলঙ্কের কালি গায়ে লেগেছে তার, সেটি যেন মেয়ের ভবিষ্যতের ওপর না লাগে, সেকারণেই কিনা অতীতের সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নিলেন সাবেক বাঁহাতি ব্যাটার।

জামশেদের জীবনে এখন মেয়ের ক্রিকেট ভবিষ্যৎ-ই সব। তার মতো মেয়েও বাঁহাতি ব্যাটার। নিজের মতো করেই গড়তে চাইছেন তার ক্রিকেট জীবন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করেছেন জামশেদ। যেখানে দেখা যাচ্ছে, সাবেক পাকিস্তানি ক্রিকেটার বল করছেন মেয়েকে। ওই ভিডিওর ক্যাপশনে অতীত জীবনের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

জামশেদ লিখেছেন, “আমার ক্যারিয়ারের সঙ্গে আমি যা করেছি, সেজন্য নিজেকে ক্ষমা করতে পারব না। আমি সত্যিই দুঃখিত। তবে চেষ্টা করব আমার প্রতিভা আমার মেয়েকে দিয়ে তার সেরাটা বের করে নিয়ে আসার।”

২০১৬ সালের বিপিএলে একাধিক ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন জামশেদ। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) তদন্তে উঠে আসে, ওই বছরের বিপিএলে এক ম্যাচে জামশেদের দুটি ডট বল খেলার কথা ছিল। যদিও কোনও এক কারণে সেটা বাতিল হয়। পরের বছর, অর্থাৎ ২০১৭ সালের পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ম্যাচ পাতানোর পরিকল্পনায় জড়িত ছিলেন জামশেদ।

২০২০ সালে এনসিএ’র তদন্তে সব দোষ স্বীকার করেন নিয়েছিলেন জামশেদ। পরে ম্যানচেস্টার ক্রাউন কোর্ট এই পাকিস্তানি ক্রিকেটারকে ১৭ মাসের কারাদণ্ড দেয়। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সব ধরনের ক্রিকেট থেকে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয় তাকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত