Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

অফিস টাইমে হাসপাতালের বাইরে গেলে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী। ছবি : সকাল সন্ধ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী। ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

নির্ধারিত অফিস সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কেউ হাসপাতালের বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অফিস টাইমে যে-ই হাসপাতালের বাইরে যায়, সে যেই হোক না কেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

নিজের বক্তব্যে মন্ত্রী বলেন, “ভুল চিকিৎসা বলতে কিছু নেই। ভুল চিকিৎসা বলার অধিকার আমাদের কারও নেই। অথচ কথায় কথায় আমরা দেখি ভুল চিকিৎসার অভিযোগ তুলে চিকিৎসকদের ওপর আক্রমণ হয়।”

এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)। কোনও চিকিৎসকের বিরুদ্ধে যদি সেখানে কমপ্লেন করা হয়, তারা যাচাই-বাছাই করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়।”

এরই মধ্যে ভুল চিকিৎসা এবং অবহেলার অভিযোগে কয়েকজন চিকিৎসককে বিএমডিসি শাস্তির আওতায় এনেছে বলেও জানান তিনি।

মন্ত্রী হওয়ার পর থেকে সারাদেশ ঘুরে বেড়াচ্ছেন জানিয়ে চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “সব জায়গাতেই আমি একটা কথাই বলি। সেটা হলো, চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করব, সেইসঙ্গে রোগীদেরও সুরক্ষা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, “আমাকে আগামী চার বছরের জন্য এখানে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বলতে চাই, আমি কোনো দুর্নীতি, অনিয়মকে প্রশ্রয় দেব না।

“বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটকে বাইপাস করে কোনও কিছুই করা আমার পক্ষে সম্ভব নয়।”

বিএসএমএমইউকে শিক্ষা, সেবা ও গবেষণা খাতে এক নম্বর করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবাই সহযোগিতা করলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত