Beta
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Beta
মঙ্গলবার, ৭ মে, ২০২৪

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ছবি : সকাল সন্ধ্যা
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ছবি : সকাল সন্ধ্যা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরিনগর এলাকায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোণার কমলাকান্দা থানার বিশরপাশা গ্রামের রণজিৎ সাহার ছেলে পার্থ সাহা (২৩)।

আহতরা হলেন– কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের প্রয়াত ময়না মিয়ার ছেলে শাহ আলম (৪০), দুর্ঘটনায় নিহত হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫), সিলেটের দক্ষিণ সুরমার এখলাছ মিয়া (৩০) ও অটোরিকশার চালক লিমন (২২)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সিলেট থেকে কোম্পানীগঞ্জের দিকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

তিনি জানান, স্থানীয়রা আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি থানায় আনা হয়েছে জানিয়ে ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত