Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

মাধ্যমিকের স্কুল খুলছে শনিবার

ss-summer-school-28042024-08
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৪ মে শনিবার থেকে যথারীতি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোজা, ঈদ, পহেলা বৈশাখসহ নানা সরকারি ছুটি মিলিয়ে প্রায় এক মাস বন্ধ থাকার পর গত ২১ এপ্রিল খোলার কথা ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

পরে প্রচণ্ড গরমের কারণে ছুটি বাড়ানো হয় এক সপ্তাহ। সে অনুযায়ী ২৮ এপ্রিল থেকে খুলে দেওয়া হয় স্কুল-কলেজ-মাদ্রাসা।

তবে তীব্র তাপপ্রবাহের মধ্যে ওইদিন স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। পরে গত রবিবার এক বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশের পাঁচ জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এরপর বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। বাসস

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত