Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
টেকনাফের ব্যবসায়ী সাবের হত্যা

আসামিরা ‘প্রকাশ্যে’, নিরাপত্তাহীনতায় স্বজনরা

মোহাম্মদ সাবের। ফাইল ছবি
মোহাম্মদ সাবের। ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ সাবের হত্যামামলার ৯ আসামির কেউ গ্রেপ্তার হয়নি।

স্বজনরা বলছেন, এজাহারভুক্ত এসব আসামি প্রকাশ্যে ঘুরলেও রহস্যজনক কারণে পুলিশ ধরছে না। বাদীসহ স্বজনদের নানা হুমকি দিয়ে যাচ্ছে আসামিরা। তারা ভুগছেন নিরাপত্তাহীনতায়।

পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে, দ্রুতই তারা ধরা পড়বে।

নিহত মোহাম্মদ সাবের (৩৫) টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার প্রয়াত মোহাম্মদ হাশেমের ছেলে। পৌরসভা বার্মিজ মার্কেটে জুতার দোকান ছিল তার।

স্বজনদের অভিযোগ, গত ২ এপ্রিল বিকালে কথা কাটাকাটির জেরে মধ্যম জালিয়াপাড়ার নুর হোছেনের ছেলে ইয়াসিনের নেতৃত্বে একদল লোক সাবেরকে দোকান থেকে বাইরে নিয়ে পিটিয়ে আহত করে। সাবের চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যান। এ ঘটনায় টেকনাফ থানায় নয়জনের নাম উল্লেখ করে হত্যামামলা করা হয় ১৩ এপ্রিল।

মামলার বাদী নিহত সাবেরের ভাই মোহাম্মদ ছাদেক। মামলায় মো. ইয়াসিনকে প্রধান আসামি করা হয়। তার বাবা নুর হোছেনও আসামি। অন্য আসামিরা হলেন- মোহাম্মদ সালমান, আবদুল্লাহ, সোহাগ, বাবলু, আবদুল জব্বার, এমরান ও কেফায়েত।

মামলার বাদী ছাদেক বৃহস্পতিবার সকাল সন্ধ্যাকে জানান, হামলা হয় ২ এপ্রিল। তার ভাই মারা যান ১০ এপ্রিল। এরপর ১৫ দিন পেরুলেও পুলিশ রহস্যজনক কারণে কোনও আসামি গ্রেপ্তার করেনি। পুলিশি তৎপরতা দেখা যাচ্ছে না। বরং প্রভাবশালী এসব আসামি প্রকাশ্যে ঘুরছে। নানাভাবে তাকেসহ পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, “বাদীপক্ষের অভিযোগ সত্য না। পুলিশ প্রধান আসামি ইয়াসিন ও তার পিতাসহ অন্য আসামিদের ধরতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আসামিরা পলাতক। সে জন্য তথ্য-প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।”

দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত