Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সীমান্ত এলাকায় বিএসএফের টহল। ফাইল ছবি
সীমান্ত এলাকায় বিএসএফের টহল। ফাইল ছবি
[publishpress_authors_box]

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।

বুধবার সকালে উপজেলার খয়খাটপাড়া এলাকার সীমান্তে এ ঘটনার পর ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

নিহতরা হলেন– তেঁতুলিয়া উপজেলার মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও তিরনইহাটের ব্রম্মতল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, “ঘটনাটি শুনেছি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গরু চোরাচালানের সাথে যুক্ত ছিল ওই দুই যুবক। সীমান্ত পেরিয়ে তারা ভারতে গিয়েছিল। বিষয়টি বিজিবির, তাই বিশেষ কিছু বলতে পারছি না।”

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান বিএসএফের গুলিতে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের পরিচয় পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হলে লাশ ফেরত আনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই পতাকা বৈঠকের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত