Beta
বুধবার, ৮ মে, ২০২৪
Beta
বুধবার, ৮ মে, ২০২৪

১৬০ উপজেলায় লড়তে চান ২০৫৫ জন

ইসি

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় তিন পদে দুই হাজার ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫৬২ জন।

দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রবিবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সকাল সন্ধ্যাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তফসিল অনুযায়ী, আগামী ২১ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্য। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে।

গত ২১ মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপে আগামী ৮ মে ১৫০ উপজেলায় ভোট হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক হাজার ৮৯১ জন।

স্থানীয় সরকারের এ নির্বাচনে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার- এই নয় জেলার উপজেলাগুলোয় ভোট হবে ইভিএমে।

নির্বাচনে কোনও প্রার্থীকে দলীয় প্রতীক দেওয়া হবে না বলে আগেই জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এই সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। ফলে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা নির্দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি অংশ নিয়েছিল সবশেষ সংসদ নির্বাচনে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবিতে আন্দোলনরত বিএনপিসহ সমমনা ১৬টি দল ৭ জানুয়ারির ওই নির্বাচনে অংশ নেয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত