Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

আগস্ট থেকে ঢাকা-জেদ্দা রুটে উড়বে ইউএস-বাংলার ফ্লাইট

ss-us-bangla-05052024
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

বাংলাদেশ থেকে সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী আগস্ট মাস থেকে শুরু হবে এই পথে উড়োজাহাজ চলাচল।

রবিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “জেদ্দা সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে বসবাসরত বাংলাদেশিদের উন্নত যাত্রীসেবা দেওয়ার লক্ষ্য নিয়েই ইউএস বাংলার ফ্লাইট শুরু হতে যাচ্ছে।”

প্রাথমিকভাবে সপ্তাহে প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। সময় নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের পছন্দকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত