Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন

ss-a j mohammd ali-2-5-24
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত এ জে মোহাম্মদ আলী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সকাল সন্ধ্যাকে এসব তথ্য নিশ্চিত করেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জে মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর থানার কর্ণপুর গ্রামে। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তার বাবা এম এইচ খন্দকার ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল। মোহাম্মদ আলী ১৯৮০ সালের ২ ফেব্রুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর ২০০১ সালের ২৩ অক্টোবর তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। পরে ২০০৫ সালের ৩০ এপ্রিল অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। ২০০৭ সালের ২৪ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল পদ থেকে তিনি পদত্যাগ করেন।

এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটিরও দায়িত্ব পালন করেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতিও ছিলেন তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সজল জানান, আগামীকাল সন্ধ্যা ৬টায় মোহাম্মদ আলীর মরদেহ দেশে আসবে। তার জানাজা ও দাফন নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত