Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
প্রিমিয়ার ফুটবল লিগ

মিগেলের গোলে ঘাম ঝরানো জয় বসুন্ধরা কিংসের

ফর্টিস এফসিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ছবি: সংগৃহীত।
ফর্টিস এফসিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ছবি: সংগৃহীত।

সারা দেশে চলছে তীব্র তাপদাহ। এই গরমে সাধারণ মানুষ যখন বাইরে বের হতে ভয় পাচ্ছে, সেই সময় ভর দুপুরে চলছে প্রিমিয়ার ফুটবল লিগ। গরমে এমনিতেই ঘাম ঝরছে ফুটবলারদের। তবে বসুন্ধরা কিংসকে জয় পেতে আরও বেশি ঘাম ঝরাতে হয়েছে।

প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম পর্বে ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়েছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু ফিরতি লেগে সেই দলের বিপক্ষেই কষ্টে জিততে হয়েছে তাদের। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শনিবার মিগেল দামাসেনার একমাত্র গোলে ফর্টিস এফসিকে হারিয়েছে বসুন্ধরা কিংস।

ম্যাচের ৫ মিনিটে এগিয়ে যেতে পারতো বসুন্ধরা কিংস। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন দরিয়েলতন গোমেজ। মাসুক মিয়া জনির লম্বা পাস, অফসাইড ফাঁদ ভেঙে ফাঁকায় বল পেয়ে যান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। হাওয়ায় ভাসানো বল বুক দিয়ে নামিয়ে দরিয়েলতনের ভলি জাল খুঁজে পায়নি।

ফর্টিস এফসিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ছবি: সংগৃহীত।

অবশ্য ২৩ মিনিটেই গোল পেয়েছে বসুন্ধরা কিংস। রাকিব-দোরিয়েলতন-মিগেলের চমৎকার বোঝাপড়ায় হয়েছে গোলটি। বক্সের ভেতরে দরিয়েলতনের পাসে মিগেল দারুণ শটে করেন ম্যাচের একমাত্র গোল।

এরপর এক পর্যায়ে মেজাজ হারিয়েছিলেন মিগেল। ৩৫ মিনিটে ফর্টিসের সবুজ হোসেন পেছন থেকে ট্যাকল করে ফেলে দেন মিগেলকে। মিগেল সবুজের গলা চেপে ধরেন! এ নিয়ে দুই দলের ফুটবলাররা তর্কে জড়িয়ে পড়ে। এ সময় খেলা বন্ধ ছিল ৫ মিনিট। রেফারি ভুবন মোহন তরফদার সবুজ, মিগেল ও বিশ্বনাথকে হলুদ কার্ড দেখিয়েছেন এই ঘটনায়।

মিগেল দামাসেনার একমাত্র গোলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ছবি: সংগৃহীত।

বিরতির পর দুই পক্ষ সুযোগ পেয়েও আর কোনও গোল করতে পারেনি।

বসুন্ধরা কিংস এই ম্যাচে জয়ে যথারীতি ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে ফর্টিস এফসি ১৩ পয়েন্ট নিয়ে ছয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত