Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

অবসরে পাকিস্তানি কিংবদন্তি বিসমাহ মারুফ

bb4
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

পাকিস্তানের মেয়েদের ক্রিকেটে কিংবদন্তি তিনি। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে যেমন করেছেন সর্বোচ্চ ৩৩৬৯ রান তেমনি টি-টোয়েন্টিতেও সবচেয়ে বেশি ২৮৯৩ রান বিসমাহ মারুফের। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৮০ উইকেট। চারটি ওয়ানডে বিশ্বকাপ ও ৮টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বিসমাহ হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন আজ (বৃহস্পতিবার)।

২০২০ ও ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব দেওয়া বিসমাহ অবসরের বিবৃতিতে লিখেছেন,‘‘ আমি যে খেলাটা সবচেয়ে বেশি ভালোবাসি, অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে। চ্যালেঞ্জ, জয় ও ভুলে যাওয়ার মতো নয়, এমন সব স্মৃতি মিলিয়ে দারুণ এক অভিযাত্রা ছিল। ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পরিবারের সমর্থন ছিল, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩টি ফিফটি পেয়েছেন বিসমাহ, সেঞ্চুরি অবশ্য পাননি। ৯৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানকে। ২০২১ সালের আগস্টে কন্যাসন্তান জন্ম দেওয়ার তিন মাস পরই মাঠে ফিরেছিলেন বিসমাহ।  কন্যাকে নিয়েই এই স্পিন অলরাউন্ডার খেলে গেছেন ক্রিকেট।

২০২২ ওয়ানডে বিশ্বকাপে মাউন্ট মঙ্গানুইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে বিসমাহ ও তার মেয়ের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। সেই বিশ্বকাপ শুরুর আগে বিসমাহর জন্য ১২ মাসব্যাপী বেতনভুক্ত ছুটির পলিসি কার্যকর করে পিসিবি।

মেয়ের দেখভালের জন্য খেলা ছাড়লেন না কিনা সেটা স্পষ্ট না করলেও পিসিবির প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা,‘‘ কৃতজ্ঞতা জানাচ্ছি পিসিবির প্রতি।  তারা আমার জন্য প্রথমবারের মতো মা-বাবা সংক্রান্ত পলিসি গ্রহণ করেছে। এজন্য মায়ের দায়িত্ব পালন করে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি। আর সবার শেষে আমি ধন্যবাদ জানাই সতীর্থদের। তারা আমার কাছে পরিবারের মতো।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত