Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রাঙ্গামাটিতে আধাবেলা অবরোধ করেছে ইউপিডিএফ

রাঙ্গামাটিতে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে ইউপিডিএফ।
রাঙ্গামাটিতে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে ইউপিডিএফ।
[publishpress_authors_box]

রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কসহ রাঙ্গামাটির কয়েকটি স্থানে আধাবেলা অবরোধ পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট (ইউপিডিএফ)।

বান্দরবানে কেএনএফবিরোধী যৌথ অভিযানে ‘নিরীহ মানুষদের নির্বিচারে গণগ্রেপ্তার, আটক ও হয়রানির’ প্রতিবাদে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়ে ‘বাধা-নিষেধ’ প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছিল ইউপিডিএফ। বৃহস্পতিবার সেই কর্মসূচিই পালন করা হয়।

গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং স্থানীয়রা এসব ঘটনার জন্য কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) দায়ী করে আসছে। হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযানে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ তুলে দুদিন আগে পুরো রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাকে দেয় ইউপিডিএফ। তবে বুধবার রাঙ্গামাটি শহরে অবরোধ শিথিলের কথা জানানো হয়।

ভোর ৫টা থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন ইউপিডিএফের নেতাকর্মীরা।

অবরোধের বিষয়ে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া, মঘাছড়ি, ঘাগড়াসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি সফল করা হয়।

“এছাড়া রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কুতুকছড়ি, ঘিলাছড়ি, তৈন্যাপাড়া (১৭ মাইল), নানিয়ারচরের টিএন্ডটি বাজারসহ বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়ক, বাঘাইহাটের দ্বোপদা, নাকশাছড়ি, ১৪ কিলো ও মাচালং ব্রিজপাড়া একইভাবে অবরোধের আওতায় ছিল।”     

অবরোধের সময় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক ও সাজেক পর্যটন সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল বলে জানান নিরন চাকমা।

তবে রাঙ্গামাটি শহরের রিজার্ভবাজার লঞ্চঘাট থেকে প্রতিদিনের মতোই লঞ্চ ও নৌযান ছেড়ে যায়।

অবরোধ চলাকালে রাঙ্গামাটিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সড়ক থেকে গাছের গুঁড়ি ও জ্বলন্ত টায়ার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত