Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

গভীর রাতে মাঠে মিলল সংবাদকর্মীর মরদেহ

সিলেটের হাজারিবাগ এলাকায় ‍বৃহস্পতিবার রাতে অমিত দাসের মরদেহ পাওয়া যায়।
সিলেটের হাজারিবাগ এলাকায় ‍বৃহস্পতিবার রাতে অমিত দাসের মরদেহ পাওয়া যায়।

সিলেটের দৈনিক উত্তরপূর্বের কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও তার সহকর্মীরা তার মৃত্যুকে রহস্যজনক বলছেন।

নগরের হাজারিবাগ এলাকার পেছনের মাঠ থেকে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৩৬ বছর বয়সী অমিতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ জানান, দীর্ঘদিন ধরে অমিত দাস পত্রিকাটিতে কর্মরত ছিলেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার গৌর চাঁদ দাসের ছেলে তিনি। সিলেটের বাগবাড়ি নরসিং টিলা এলাকায় স্ত্রীসহ দুই শিশু সন্তান নিয়ে থাকতেন অমিত।

অমিত দাসের মৃত্যুতে দৈনিক উত্তরপূর্ব পরিবারে শোকের ছায়া নেমে এসেছে জানিয়ে এর নির্বাহী সম্পাদক বলেন, “অমিত ছিলেন পত্রিকার স্তম্ভ। তার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের খুঁজে বের করতে প্রশাসনের কাছে দাবি জানাই।”

সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান দৈনিক উত্তরপূর্বের কয়েকজন সংবাদকর্মী। তাদের মধ্যে ছিলেন বিজ্ঞাপন ব্যবস্থাপক ইকবাল হোসেন আনা।

তিনি বলেন, “বৃহস্পতিবার কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে পত্রিকা অফিস থেকে বের হন অমিত। এরপর রাত পৌনে ২টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে জানায়।

“খবর পেয়ে আমরা গিয়ে দেখি, মরদেহের একটু দূরে অমিতের মোটরসাইকেলটি রাখা। দেখে মনে হয়েছে, তাকে কিছুদূর টেনে নিয়ে যাওয়া হয়েছে। তার জুতা কাছেই পড়েছিল। তার মোবাইল ফোন সেখানে ছিল না।” 

সিলেটের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে বলেন, “অমিত দাসের মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল রাখা ছিল। তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে।”

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তার মরদেহের পাশে মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় ছিল। তার মোবাইল পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনের শেষ লোকেশন ওই জায়গাতেই দেখায়।”

অমিতের মরদেহে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি জানিয়ে আজবাহার আলী শেখ বলেন, ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহটি রাখা হয়েছে। ঘটনাটিকে রহস্যজনক ধরেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত