Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

মিল্টন সমাদ্দার রিমান্ডে

মিল্টন সমাদ্দার
মিল্টন সমাদ্দার
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ঢাকার মিরপুরের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামের বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান আলোচিত-সমালোচিত মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মিরপুর মডেল থানার ওসি মুন্সী ছাব্বির আহমেদ জানিয়েছেন, মিল্টনের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগ, নিজের আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগ এবং মানবপাচার আইনে এসব মামলা হয়। মানবপাচার আইনে মামলাটি করেছেন ঢাকার জিগাতলার বাসিন্দা এম রাকিব।

এর মধ্যে প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার হওয়া মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদ্দারের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, “তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ রয়েছে। সে চিকিৎসক না হওয়া সত্ত্বেও মৃত্যু সনদ প্রদান করত। চক্রের সঙ্গে যারা জড়িত আছে তাদের শনাক্ত এবং ন্যায়বিচারের স্বার্থে সাত দিনের রিমান্ড প্রত্যাশা করছি।”

তবে এর বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী। উদ্দেশ্যমূলকভাবে মিল্টন সমাদ্দারেকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

দুই পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচাকর।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “আমরা তাকে রিমান্ডে এনে অভিযোগের বিষয়গুলো তদন্ত করব। মিল্টনকে রিমান্ড দেওয়ার সময় তার স্ত্রীকেও মুখোমুখি করা হবে। যদিও এ ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।”

এর আগে বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

পরে রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলন করে মিল্টনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির ডিবিপ্রধান।

সংবাদ সম্মেলনে মানবপাচার, কিডনি বিক্রি, মরদেহ দাফনে গড়মিল, মৃত্যু সনদে জালিয়াতির মতো ভয়াবহ অভিযোগের বিষয় তুলে ধরা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এক কোটি ৬০ লাখের বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাদ্দারের। অভিযোগ রয়েছে এই বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত