Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

বাবরের মাইলফলকের ম্যাচে নায়ক চ্যাপম্যান

ee
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

নাটকীয়ভাবেই নেতৃত্বে ফিরেছেন বাবর আজম। শাহিন শাহ আফ্রিদির জায়গায় দায়িত্ব পেয়ে গড়লেন নতুন মাইলফলক। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা এখন বাবরের।

রবিবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাবর খেলেন ২৯ বলে ৩৭ রানের ইনিংস। তাতে পাকিস্তানের অধিনায়ক হিসেবে তার রান ৬৭ ইনিংসে ২২৪৬। ৭৬ ইনিংসে আগের সেরা ২২৩৬ রান ছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ২১২৫ রান নিয়ে তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

আইপিএলের জন্য উইলিয়ামসনসহ নিউজিল্যান্ডের সেরা দলটা আসেনি পাকিস্তানে। ‘বি’ টিম নিয়েও ৭ উইকেটে জিতে ১-১ সমতা ফিরিয়েছে কিউইরা। পাকিস্তানের ৪ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জ মার্ক চ্যাপম্যানের ঝড়ে ১০ বল ও ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় কিউইরা।

চ্যাপম্যান অপরাজিত ছিলেন ৪২ বলে ৯ বাউন্ডারি ৬ ছক্কায় ৮৭ রানে। শাদাব খানের বলে সুইপ করতে যেয়ে ১৬ রানে স্কয়ার লেগে ক্যাচ তুলেছিলেন তিনি। নাসিম শাহ কয়েকবারের চেষ্টায় সেই ক্যাচ নিতে ব্যর্থ হন, এরই মূল্য দিতে হয়েছে পাকিস্তানকে।

মোহাম্মদ আমির খেলেননি এই ম্যাচে। তাকে ছাড়া বিবর্ণ ছিলেন বোলাররা। শাহিন শাহ আফ্রিদি ৩.২ ওভারে ৩৭ রানে ছিলেন উইকেটহীন। নাসিম শাহ ৩ ওভারে ৪৪ রানে নিয়েছিলেন ১ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত