Beta
বুধবার, ৮ মে, ২০২৪
Beta
বুধবার, ৮ মে, ২০২৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান হচ্ছেন বিএনপি নেত্রী

মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম।
মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী একজন। তিনি হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম।

অন্য কোনও প্রার্থী না থাকায় মনোনয়নপত্র বাছাই শেষে তাকেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হবে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

রাহেনা বর্তমানেও নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। আবারও এই পদে থেকে যাওয়ার সুযোগ পেয়ে খুশি তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে সৌভাগ্য বলে মনে করছেন তিনি।

দল ভোটে নেই, তাহলে তিনি কেন প্রার্থী হলেন- প্রশ্নে রাহেনা বলেন, দলমত নির্বিশেষে সাধারণ ভোটারদের চাপে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনও বয়কট করছে বিএনপি। দলটি বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনও ভোটেই যাবে না তারা।

সংসদ নির্বাচন শেষের পর কয়েক মাস পরই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। কয়েক ধাপে জুন পর্যন্ত হবে এই নির্বাচন।

প্রথম ধাপে দেড়শ উপজেলায় আগামী ৮ মে হবে ভোটগ্রহণ। এসব উপজেলায় প্রার্থী হতে সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

বড়লেখায় নারী ভাইস চেয়ারম্যান পদে রাহেনা ছাড়া আরও কেউ মনোনয়নপত্র জমা দেননি।

ফলে কী হবে -জানতে চাইলে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকল প্রক্রিয়া শেষে তাকেই নির্বাচিত ঘোষণা করার নিয়ম রয়েছে।

গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রাহেনা বিএনপির মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক।

রাহেনা ২০০৯ সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রথম ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি নির্বাচিত হন।

২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় বার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত