Beta
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Beta
মঙ্গলবার, ৭ মে, ২০২৪

স্পটিফাইয়ে টেইলর সুইফটের নতুন রেকর্ড

টেইলর সুইফট। ছবি- সংগৃহীত
টেইলর সুইফট। ছবি- সংগৃহীত

স্পটিফাই প্ল্যাটফর্মে রেকর্ড গড়লেন টেইলর সুইফট। তার নতুন অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ রিলিজের মাত্র এক সপ্তাহেই ১০০ কোটিবার শোনা হয়ে গেছে এই প্ল্যাটফর্মে। স্পটিফাইয়ের ইতিহাসে নতুন রেকর্ড এটি। স্পটিফাই তাদের এক্স অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেয়।

এর আগে এই রেকর্ডটি ছিল বিয়োন্সের দখলে।

বিয়োন্সের ‘কাউবয় কার্টার’ অ্যালবামটি রিলিজের প্রথম সপ্তাহে ৩০ কোটি ৪১ লাখ বার শোনা হয়েছিল। যেখানে সুইফটের নতুন অ্যালবাম রিলিজের প্রথম দিনেই শোনা হয়েছে ৩০ কোটি বার।

অ্যালবামটি ১৯ এপ্রিল স্পটিফাইয়ে প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রের মিউজকি বিষয়ক পত্রিকা বিলবোর্ড তাদের সাইটে জানিয়েছে, এই অ্যালবাম প্রকাশকে ঘিরে ২৮ মার্চ স্পটিফাইয়ে কাউন্টডাউন চালু করেছিল স্পটিফাই কর্তৃপক্ষ। তখন থেকেই সেখানে হুমড়ি খেয়ে পড়ছিল সুইফট ভক্তরা।

জানা গেছে, অ্যাপল মিউজিকে এক দিনে সবচেয়ে বেশি বার শোনা অ্যলবামটি এখন ‘দ্য টর্চারড পোয়েট ডিপার্টমেন্ট’।

ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরেও সুইফটের অ্যালবাম নাকি ধুন্ধুমার বিক্রি হচ্ছে।

প্রথম সপ্তাহ ফুরানোর আগেই বিক্রি হয়েছে ১৫ লাখ অ্যালবাম। এর মধ্যে আবার ৭ লাখ ভিনাইল রেকর্ড। এই সময়ে এতগুলো ভিনাইল রেকর্ড বিক্রির ঘটনা বিরল।

সুইফট এ বছরের বাকি সময় ইংল্যান্ড এবং কানাডায় ‘ইরাস ট্যুর’ করেই কাটাবেন।

২০২৩ সালের মার্চে শুরু হওয়া এই কনসার্ট ট্যুরটি ইতমধ্যে আমেরিকা, ব্রাজিল এবং মেক্সিকোতে ব্যাপক সাড়া জাগিয়েছে। দর্শক শ্রোতার ঢেউ তুলেছে জাপান, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে।  

টেইলর সুইফট এর ‘ইরাস ট্যুর’ থেকে ইতিমধ্যে আয় হয়েছে ১০০ কোটিরও বেশি।

আর এই ঘটনায় এপ্রিলের মাসের শুরুতেই ফোর্বস ম্যাগাজিন সুইফটকে বিলিওনিয়ার ঘোষণা করে।

জানা গেছে, সময়ের জনপ্রিয় এই গায়িকা চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

নির্মাতা হিসেবে না হলেও এরই মধ্যে কাজ করেছেন একটি চলচ্চিত্রে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ শিরোনামের ওই কনসার্ট ফিল্মে সুইফট সঙ্গীতায়োজনের কাজ করেছেন।

এই ফিল্ম এরই মধ্যে ২৬ কোটি টাকারও বেশি আয় করেছে।

দ্য গার্ডিয়ান পত্রিকার শিল্প ও সংস্কৃতি বিষয়ক লেখক অ্যাড্রিয়ান হর্টন এই ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন।   

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত