Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সিলেট বিভাগে এমপির স্বজন প্রার্থীই থাকল, বিএনপির কেউও সরেনি

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী থাকছেন সংসদ সদস্য শাহাবউদ্দিনের ভাগ্নে সোয়েব আহমদ।
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী থাকছেন সংসদ সদস্য শাহাবউদ্দিনের ভাগ্নে সোয়েব আহমদ।

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। বিএনপির যেসব নেতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থীই থাকছেন। তবে দলীয় নির্দেশে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। 

এদিকে আওয়ামী লীগ থেকে মন্ত্রী-এমপিদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলা হলেও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগ্নে সোয়েব আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। 

বড়লেখা উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান সোয়েব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান সোমবার বিকালে সকাল সন্ধ্যাকে জানান, সিলেট জেলায় তিনজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

তারা হলেন সিলেট সদর উপজেলার মো.ইসলাম উদ্দিন,  দক্ষিণ সুরমা উপজেলার সোলায়মান হোসেন ও বিশ্বনাথ উপজেলার নিজাম উদ্দিন সিদ্দিকী।

অন্য কোনও পদে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি বলে জানান জিল্লুর। তিনি বলেন, চূড়ান্ত প্রার্থীদের মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন সকাল সন্ধ্যাকে জানান, তার জেলার দুটি উপজেলা দিরাই ও শাল্লা উপজেলায় কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। একজন যাচাই-বাছাইকালে বাদ পড়েছেন। 

মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা শাহীন আকন্দ সকাল সন্ধ্যাকে বলেন, প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারী আব্দুর রহমান যাছাই-বাছাইকালে বাদ পড়ায় চূড়ান্ত প্রার্থী হিসেবে এখন তিন উপজেলায় ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।

প্রথম ধাপের নির্বাচনে সিলেট জেলায় যে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তারা প্রত্যেকেই জামায়াতের স্থানীয় নেতা। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় জামায়াত নেতা আব্দুর রহমান যাচাই বাছাইকালে বাদ পড়ায় তিনিও প্রার্থী থাকছেন না।

ফলে উপজেলা নির্বাচনে সিলেট অঞ্চলে জামায়াতের কোনও নেতা অংশ নিচ্ছেন না।

বিএনপি নেতাদের মধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাতজন, সুনামগঞ্জের শাল্লায় তিনজন ও দিরাইয়ে দুজন এবং মৌলভীবাজারের বড়লেখায় একজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময় শেষ হওয়ায় তারা সকলই এখন চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচিত হবেন বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানান।

সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সিলেট বিভাগের মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি নেতারা দলীয় নির্দেশ মানেনি। 

এ বিষয়ে বিএনপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন সকাল সন্ধ্যাকে বলেন, “দলীয় নির্দেশ অমান্য করে যারা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্বনাথে চেয়ারম্যান পদে যে চার বিএনপি নেতা প্রতিদ্বন্দ্বিতায় আছেন, তারা হলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া ও যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন।

বিশ্বনাথে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই ভাইস চেয়ারম্যান হচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খান এবং খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রব।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির দায়ে আবদুর রবের মনোনয়নপত্র বাতিল হয়। তবে তিনি নির্বাচনে প্রার্থী থাকার জন্য আপিল করেছেন। এখনও আপিল নিষ্পত্তি হয়নি।

এছাড়া এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন। 

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাইফুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল মজিদ প্রার্থী হয়েছেন।

দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ মিয়া। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহসভাপতি ছবি চৌধুরী প্রার্থী হয়েছেন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাহেনা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী। যাছাই- বাছাই ও প্রত্যাহারের সময়কাল শেষ হওয়ায় মঙ্গলবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত