Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ডার্বির উত্তেজনা শেষে আবাহনী ফাইনালে

WhatsApp Image 2024-02-29 at 7.44.21 PM

এক সেমিফাইনাল হয়েছে একপেশে। ঊষাকে ৮-৪ গোলে উড়িয়ে ক্লাব কাপ হকির ফাইনালে পৌঁছেছে মেরিনার্স। আরেক সেমিফাইনাল ঠিক তার উল্টো। আগুনে উত্তাপে শেষ হওয়া দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী ৩-২ গোলে হারিয়েছে মোহামেডানকে। আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও মেরিনার্স।

বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ডার্বি জমে ওঠে মাঠের লড়াই, সমর্থকদের গলা ফাটানো সমর্থন ও দুই পক্ষের খেলোয়াড়দের উত্তেজনায়। ৫ মিনিটের মাথায় সাদাকালোরা এগিয়ে যায় আমিরুলের গোলে। জিমির নেওয়া পেনাল্টি কর্ণারে গোল বানিয়ে দেওয়ার কাজটি করেছিলেন শুভ। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩ মিনিট বাদেই পুষ্কর খিসা মিমো গোল করে সমতায় ফেরান আবাহনীকে। ভারতের আব্রাহামের পাসে পোস্টের সামনে সুযোগটা পেয়েছিলেন এই ফরোয়ার্ড।

এই গোলে জেগে ওঠে আকাশী-হলুদের সমর্থকেরা। এরপর তাদের আর হতাশ করেননি খেলোয়াড়রা। ৩২ মিনিটে রোমান সরকারের গোলে আবাহনী এগিয়ে যায়। এবার মোহামেডানের ম্যাচে ফেরার লড়াই শুরু হলেও ৫০ মিনিটে রোমান সরকার নিজের দ্বিতীয় গোল করে জয়ের সুভাষ ছড়িয়ে দেন আবাহনী গ্যালারিতে।

রোমানের জোড়া গোলে সুরভিত আকাশী-হলুদ শিবির ম্যাচ শেষের অপেক্ষায় থাকে আর মোহামেডান মরিয়া হয়ে ওঠে গোলের খোঁজে। তার ফল পায় তারা ৫৬ মিনিটে। পেনাল্টি স্ট্রোক থেকে নিউজিল্যান্ডের ইউরিচ গোল করে ব্যাবধান কমালে (২-৩) আবাহনী শিবিরে শুরু হয় ম্যাচ হাতছাড়া হওয়ার শংকা। তবে ৪ মিনিট কাটিয়ে দিলেই তারা ফাইনালে পৌঁছে যায়।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট মোহামেডান খেলোয়াড়দের সামলানোর চেষ্টা করছে আবাহনী। ছবি: সংগৃহীত

তবে শেষ বাঁশির আগে আগে হকির ম্যাচে যথারীতি  ফিরে আগুনে উত্তাপ। আবাহনীর একটা ট্যাকলের পর মোহামেডান অধিনায়ক আম্পায়ারের কাছে রিভিউয়ের আবেদন করেন। আম্পায়ার তাতে সাড়া না দিলে জিমির নেতৃত্বে মোহামেডান ক্ষেপে যায়। এরপর দুই পক্ষের ধাক্কাধাক্কিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। ফেডারেশন অফিসিয়ালদের হস্তক্ষেপে উত্তেজনা স্তিমিত হয় এবং আবাহনীর খেলোয়াড়রা মাঠ ছেড়ে যায়।

বিশ মিনিটের এই হট্টগোল শেষে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে সেই ট্যাকলের দৃশ্য। ঘুরিয়ে-ফিরিয়ে দেখেও আম্পায়ার শাহবাজ আলী তাতে কোনো খুঁত খুঁজে পাননি। এরপরই তিনি শেষ বাঁশি বাজালে আবাহনী পৌঁছে যায় ক্লাব কাপ হকির ফাইনালে।

ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ মেরিনার্স, যারা প্রথম সেমিফাইনালে ৮-৪ গোলে উড়িয়ে দিয়েছে ঊষাকে। এই জয়ের নায়ক সোহানুর রহমান সবুজ হ্যাটট্রিক করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত