চীনের জিয়াংসু শহরে ২১-২৬ এপ্রিল অনুষ্ঠিত আমন্ত্রণমূলক উশু টুর্নামেন্টে পদকের ছড়াছড়ি বাংলাদেশের। যেটিকে বলা হচ্ছে উশুর বিশ্বকাপের বাছাইপর্বও।
প্রতিযোগিতায় ২টি বিভাগে রুপা জিতেছেন বাংলাদেশের সুকান্ত রায় ও নয়ন শেখ।
পুরুষ বিভাগের সানদা ক্যাটাগরিতে অনূর্ধ্ব-৮৫ কেজিতে রুপা জেতেন সুকান্ত। একই বিভাগের অনূর্ধ্ব-৪৮ কেজিতে রুপা জেতেন মোহাম্মদ নয়ন শেখ। এছাড়া এই বিভাগের অনূর্ধ্ব-৬০ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন মোহাম্মদ মিলন আলী।
মহিলা বিভাগের সানদা ক্যাটাগরিতে অনূর্ধ্ব-৫৩ কেজিতে ইভা ইয়াসমিন দিশা, অনূর্ধ্ব-৫৬ কেজিতে মোছাম্মৎ শিখা খাতুন ও অনূর্ধ্ব-৭৫ কেজিতে কচি রানী মন্ডল ১টি করে ব্রোঞ্জ জিতেছেন।
বাংলাদেশ এই টুর্নামেন্টে ৭ টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। এতে ৬ টি ক্যাটাগরিতে সব মিলিয়ে বাংলাদেশের অর্জন ২ টি রুপা ও ৪ টি ব্রোঞ্জ পদক।
যেহেতু এই টুর্নামেন্ট ছিল উশু বিশ্বকাপের বাছাইপর্ব। প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স করে দশম সানদা বিশ্বকাপে খেলারও সুযোগ মিলেছে বাংলাদেশের। যে বিশ্বকাপ হবে আগামী ১১-২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
এই প্রতিযোগিতায় অংশ নেয় অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জর্ডান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন, বাংলাদেশসহ ২১টি দেশ। যেখানে পদক পাওয়া বিশ্বের ২১টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান ১৫ তম।
এমন অর্জনে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, “বাংলাদেশের উশুর জন্য এটা একটা বিশাল সাফল্য। অনেক বড় অর্জন। আমাদের খেলোয়াড়েরা কঠোর অনুশীলন করেছে দীর্ঘদিন। এ কারণে এমন সাফল্য এসেছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা আশা করি ধরে রাখতে পারব বিশ্বকাপেও।”
শুক্রবার ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের দেওয়া হবে সংবর্ধনা।