Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪
Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪

জাভির ইউটার্ন, বার্সেলোনা ছাড়ছেন না তিনি

জাভি-৬৮

গত জানুয়ারিতে আচমকা ঘোষণা দিয়ে বসেছিলেন জাভি, চলতি মৌসুম থেকে আর বার্সেলোনার কোচ থাকছেন না তিনি। কাতালানদের দুঃসময় আর বাড়াতে না চাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক মিডফিল্ডার। তবে মৌসুম শেষ হওয়ার আগেই ইউটার্ন জাভির। কোথাও যাচ্ছেন না, বার্সেলোনারই কোচ থাকছেন তিনি।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন খবরটি জানিয়েছে। বার্সেলোনার একটি সূত্র তাদের নিশ্চিত করেছে, ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকের পর ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন জাভি। চলতি মৌসুম শেষেও তিনি রবার্ত লেভানদোভস্কি-লামিনে ইয়ামালদের কোচের দায়িত্বে থাকছেন।

বুধবার (২৫ এপ্রিল) লাপোর্তা সঙ্গে বৈঠক হয়েছে জাভির। সেখানে উপস্থিত ছিলেন বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তে। তিনি পুরোপুরি পরিষ্কার করে না বললেও ইতিবাচক আলোচনা হওয়ার কথা জানিয়েছেন, “কোচ ও সভাপতির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। যেখানে জাভির দলের প্রতি তার প্রতিশ্রুতি দেখিয়েছে। সে বার্সেলোনার ঘরের ছেলে। সে আমাদের তরুণ খেলোয়াড় ও এই প্রজেক্টকে নেতৃত্ব দিচ্ছে। আমি নিশ্চিত, সে অনেক ভালো কাজ করবে।”

সঙ্গে যোগ করেছেন, “আমি খুব খুশি জাভিকে নিয়ে। কারণ আড়াই বছর আগে যে প্রজেক্ট শুরু হয়েছিল, এটির ওপর আমার পূর্ণ আস্থা ছিল। বৈঠকে দলে পরিবর্তন আনা প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি। জাভির মধ্যে উদ্দীপনা দেখা গেছে এবং আমাদের অবশ্যই তাকে সমর্থন দিয়ে যেতে হবে।”

২০২১ সালে বার্সেলোনার কোচ হিসেবে যোগ দিয়েছিলেন জাভি। তার অধীনে চার বছর পর লা লিগা শিরোপা ফিরেছিল ন্যু ক্যাম্পে। পরে ২০২৫ সালের ৩০ আগস্ট পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান তিনি। যার সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।

কিন্তু গত বছরের ডিসেম্বর ও এ বছরের জানুয়ারিতে বার্সেলোনার বাজে পারফরম্যান্সে হাঁফিয়ে উঠেছিলেন জাভি। জিরোনা, রিয়াল মাদ্রিদ, আথলেতিক বিলবাও ও ভিয়ারিয়াল- এই চার দলের বিপক্ষে চারটি অথবা তার বেশি গোল হজম করে কাতালানরা। বিদায় নেয় স্প্যানিশ সুপার কাপ ও কোপা দের রে থেকে। এরপরই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত