Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সাইকেল শোভাযাত্রায় নড়াইলের ছাত্রীরা দিল নববর্ষের শুভেচ্ছাবার্তা  

সাইকেলে করে ১১টি গ্রাম ঘুরে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে  নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা।
সাইকেলে করে ১১টি গ্রাম ঘুরে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা।

বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব পহেলা বৈশাখে সাইকেল শোভাযাত্রায় অংশ নেয় নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকশ ছাত্রী।

বিদ্যালয় চত্বর থেকে তারা ১৭ কিলোমিটার পথ ঘুরে ১১টি গ্রামে বিনিময় করে নববর্ষের শুভেচ্ছাবার্তা। লাল পাড়ের সাদা শাড়ি পরা ছাত্রীদের ব্যতিক্রমী এই সাইকেল শোভাযাত্রায় বিভিন্ন গ্রামের মানুষও যোগ দেয়। রাস্তার দুই পাশের শত শত মানুষ তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানায়, উৎসাহ জোগায়।

গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের ভিন্নভাবে নববর্ষ বরণে উচ্ছ্বসিত গ্রামের মানুষ। তা নিয়ে মেতেছে নেটিজেনরাও। অনেকে বলছে, সাইকেল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রীরা।

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা বিদ্যালয়টির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের নববর্ষ উদযাপনের ছবি ফেইসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, “নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের তিনশোর বেশি শিক্ষার্থী সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে। শাবাশ!”

গওহার নঈম ওয়ারার পোস্টটি বেশ কয়েকজন শেয়ারও করেন।

সাইকেল শোভাযাত্রার মাঝেই চলে গান, নৃত্য পরিবেশন।

গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল সকাল সন্ধ্যাকে বলেন, “নববর্ষের এই ব্যতিক্রমী উদযাপনে সবাই অত্যন্ত আনন্দিত। এ ধরনের উদ্যোগ দেখে গ্রামবাসীরা বেশ খুশি।

“সাইকেল র‌্যালি নিয়ে আমরা ১১টি গ্রাম মিলে ১৭ কিলোমিটার ঘুরেছি। আমাদের সঙ্গে একটি খোলা ট্রাক ছিল। সেই ট্রাকে নববর্ষের শুভেচ্ছা ব্যানার টাঙানো ছিল। আমরা র‌্যালি নিয়ে পূর্বনির্ধারিত পাঁচ জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও করেছি।”

এসব অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে উল্লেখ করে প্রধান শিক্ষক বলেন, “নববর্ষের শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি প্রতিটি অনুষ্ঠানস্থলে আমরা মিষ্টি বিতরণ করেছি। গ্রামবাসী স্বতঃস্ফুর্তভাবে আমাদের আয়োজনের সঙ্গী হন।”

র‌্যালিতে বর্তমান-সাবেক ছাত্রী ছাড়া গ্রামবাসীরাও সাইকেল চালিয়ে অংশ নেয় জানিয়ে রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, “প্রায় শ’ চারেকের মতো মানুষ এই আয়োজনে ছিল। র‌্যালিতে অংশ নেয় স্কুলের ১৩৯ জন বর্তমান ছাত্রী।”

সাইকেল শোভাযাত্রার সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছাত্রীদের উৎসাহ জোগায় গুয়াখোলা গ্রামের মানুষ।

“যাতায়াতের সুবিধার্থে ছাত্রীদের অনেকে নিজ উদ্যেগে সাইকেল কিনেছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের দপ্তর থেকেও তাদের কয়েকটি সাইকেল কিনে দেওয়া হয়। আমরাও অস্বচ্ছল কয়েকজন ছাত্রীকে সাইকেল কিনে দিয়েছি। গত ১৩ বছর ধরে ছাত্রীরা সাইকেলে চড়ে স্কুলে আসছে” বলেন গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  

তিনি জানান, ২০২২ সালে প্রথম সাইকেল চালিয়ে নববর্ষ উদযাপন করে ছাত্রীরা। তবে সে বছরের আয়োজন এবারের মতো বড় ছিল না।        

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত