Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

নববর্ষের নিরাপত্তায় থাকবে ড্রোন, ডগ স্কোয়াড

নববর্ষের নিরাপত্তা নিশ্চিতে শনিবার মহড়া করেছে র‌্যাব, সেখানে ব্যবহার করা হয়েছে ডগ স্কোয়াড। ছবি : সকাল সন্ধ্যা
নববর্ষের নিরাপত্তা নিশ্চিতে শনিবার মহড়া করেছে র‌্যাব, সেখানে ব্যবহার করা হয়েছে ডগ স্কোয়াড। ছবি : সকাল সন্ধ্যা
Picture of সিরাজুম মুনিরা

সিরাজুম মুনিরা

বাংলা নতুন বছর উদযাপন ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যা নিশ্চিতে ব্যবহার করা হবে ক্লোজড সার্কিট ক্যামেরা, ড্রোন; থাকবে ডগ স্কোয়াডও।

শনিবার রমনা এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানালেন নিরাপত্তার জন্য নেওয়া সব ব্যবস্থার কথা।

তিনি জানান, বর্ষবরণ উদযাপনের এলাকায় নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে রাখা হয়েছে সিসি ক্যামেরা, বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। ড্রোন ব্যবহার করে আশপাশের এলাকায় নজরদারি করা হবে। পুরো এলাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও র‍্যাবের গোয়েন্দা টিমের নজরদারিতে থাকবে। ডিএমপি ও র‍্যাবের ডগ স্কোয়াডের মাধ্যমে গোটা এলাকায় সুইপিং করা হবে। উৎসবের দিন সবসময় প্রস্তুত থাকবে দুই বাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট। এসবের মহড়াও শেষ হয়েছে বলে জানান তিনি।

নববর্ষ ঘিরে কোনও হামলা বা নাশকতার তথ্য নেই জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, তারপরও যেকোনো নাশকতা বা হামলা মোকাবেলায় প্রস্তুত র‍্যাবের স্পেশাল কমান্ডো টিম। এছাড়া সাদা পোশাকে টহল ও নজরদারির মাধ্যমে নাশকতামূলক যেকোনো কার্যক্রম প্রতিরোধ করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। 

রমনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কথা বলছেন ডিএমপি কমিশনার। ছবি : সকাল সন্ধ্যা

অতীত অভিজ্ঞতা মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রমনা এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবাই যেন উৎসব সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন সেজন্য বাহিনীগুলো সজাগ রয়েছে।

নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রমনা বটমূল, পূর্বাচলের ৩০০ ফিটসহ যেসব এলাকায় জনসমাগম বেশি হবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর হবে বলে জানিয়েছে র‌্যাব-পুলিশ।

ভার্চুয়াল জগতেও কেউ যেন গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়াতে না পারে সেদিকেও নজর রাখার কথা জানানো হয়েছে।

উৎসবে অংশ নিয়ে কেউ ইভটিজিংয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে তা র‌্যাব সদস্যদের জানাতে বলেছেন বাহিনীর প্রধান। তিনি বলেন, এ ধরনের ঘটনায় সঙ্গে সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেছেন, পহেলা বৈশাখের আগের রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হবে। কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে। গাড়ি চালকদের পুলিশকে সহায়তা করতে অনুরোধ করেন তিনি।

রমনার প্রবেশমুখে আর্চওয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে জানিয়ে তিনি বলেন, ভেতরে-বাইরে সাদা পোশাকে ডিবি, এসবিসহ অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবেন। বিকেল ৫টা পর্যন্ত রমনা পার্কে প্রবেশের সুযোগ পাওয়া যাবে। এরপর আর কেউ প্রবেশ করতে পারবেন না। সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ করতে হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত