Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মিরাজ আগে বরিশালের এরপর খুলনার

WhatsApp Image 2024-02-22 at 16.41.45

বিপিএল ফাইনালের আগে বরিশালের সমর্থক ও বরিশাল বাসির জন্য চমকপ্রদ তথ্য দিলেন মেহেদি হাসান মিরাজ। এবার বরিশালের জার্সিতেই শুধু খেলছেন না, এই অলরাউন্ডার এমনিতেই বরিশালের। নিজ মুখেই বললেন তার জন্ম বরিশালে। ছোট বেলা থেকেই সেখানে ছিলেন তবে পরে খুলনায় পাড়ি জমানো।

আনুষ্ঠানিক ভাবে মিরাজের নামের পাশে জন্মস্থান দেয়া আছে খুলনা। মিরাজ জাতীয় লিগে খেলেনও খুলনার হয়ে। কিন্তু এবার জানালেন মজার তথ্য। বরিশালের হয়ে বিপিএলে দুই মৌসুম খেলা মিরাজ ফাইনালের ট্রফি উন্মোচনে বলেছেন, “সত্যি বলতে, আমার জন্মস্থান বরিশালে। আমার বাবা বাড়ি, দাদা বাড়ি সব…বরিশালেই আমি বড় হয়েছি তিন-চার বছর ছিলাম।”

আরও যোগ করে মিরাজ বলেছেন বরিশালে তার পরিবারের অনেকেই আছেন, “বাবার চাকরির সুবাদে খুলনায় চলে আসি, খুলনায় থাকি পড়ালেখা করি এবং এখানে খেলোয়াড় হই। অনুশীলন খেলাধুলা সবই খুলনায় করি। কিন্তু দুই জায়গায় আমার অবদান আছে, তবে খুলনাতেই থাকছি। বরিশালে আমার দাদি, নানি বেঁচে আছেন, চাচা মামারা আছে।”

শেষে মিরাজ নিজেকে খুলনা ও বরিশাল দুই জায়গারই বললেন, “আমাকে এক জায়গার বলতে পারবেন না। যেহেতু আমি খুলনা থেকে বড় হয়েছি, অবশ্যই আমি দু জায়গার।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত