Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের মৃত্যু

8D860AF1-C431-4E0D-9FA0-3B188974748F
[publishpress_authors_box]

কক্সবাজার সমুদ্র সৈকতে ফোনে কথা বলার সময় হঠাৎ ঢলে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পৌনে নয়টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘটনাটি ঘটে বলে জানান পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।

মৃত মতিউর রহমান (৪০) কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা।

ওসমান গণি বলেন, “শনিবার সকাল পৌনে নয়টার দিকে সৈকতে ঘুরছিলেন ওই ব্যক্তি। ফোনে কথা বলার এক পর্যায়ে তিনি ঢলে পড়ে যান।

“এসময় কর্তব্যরত লাইফ গার্ড কর্মীরা তাৎক্ষণিক ওই ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, “ওই পর্যটককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে ধারণা দিয়ে তিনি বলেন, “তীব্র গরমে হিটস্ট্রোকে নাকি অন্য কোনও রোগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।”

মৃত পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান আশিকুর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত