Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪
Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪

‘চুমুকাণ্ডে’ প্রেসিডেন্ট বদলে নিষেধাজ্ঞার শঙ্কায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন

আরএফইএফের নতুন প্রেসিডেন্ট পেদ্রো রোচা।
আরএফইএফের নতুন প্রেসিডেন্ট পেদ্রো রোচা।

কয়েক মাস ধরেই অস্থিরতা চলছে স্পেনের ফুটবলে। গত বছর মেয়েদের বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণীয় মঞ্চে জেনি হারমোসাকে চুমু খেয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। এরপর বহিষ্কারও হন তিনি। সম্প্রতি দুর্নীতির অভিযোগে আটক হন রুবিয়ালেস।

তাই স্পেনের ফুটবল ফেডারেশন আরএফইএফ কার্যক্রম এগিয়ে নিতে বিশেষ কমিটি গঠন করেছে স্পেনের সরকার। দেশটির জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি) জানায়, এই কমিটি গঠন করা হয়েছে  স্পেনের স্বার্থ রক্ষায় ও ফেডারেশনে চলমান সংকট কাটাতে। নতুন নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবে এই কমিটি।

আরএফইএফের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পেদ্রো রোচা উত্তরসূরি হয়েছেন রুবিয়ালেসের। আজ (শুক্রবার) নতুন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে এভাবে ফেডারেশনে তৃতীয় পক্ষ বা সরকারের হস্তক্ষেপ কখনই ভালো চোখে দেখেনি ফিফা ও উয়েফা। স্পেনের বেলাতেও এর ব্যত্যয় ঘটেনি। এটাকে তারা দেখছে অবৈধ হস্তক্ষেপ হিসেবে।

ফিফা ও উয়েফা যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘‘পরিস্থিতি মূল্যায়ন করতে অতিরিক্ত তথ্য চাইবে ফিফা এবং উয়েফা।’’ তাতে সন্তুষ্ট না হলে নিষিদ্ধ হতে পারে আরএফইএফ।

এক চুমু–কাণ্ডের জেরে যে স্পেনের মত ফুটবল ফেডারেশনও নিষিদ্ধ হতে পারে, রুবিয়ালেস কি সেটা দুঃস্বপ্নেও ভেবেছিলেন?

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত