Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

‘ভৌতিক’ গোলের ইতালিয়ান-স্প্যানিশ সমাধান

সিরি ‘এ’তে রোমা-বোলোনিয়া ম্যাচের এই গোল নিয়ে বিতর্ক হয়নি গোললাইন টেকনোলজির কারণে। ছবি : এক্স
সিরি ‘এ’তে রোমা-বোলোনিয়া ম্যাচের এই গোল নিয়ে বিতর্ক হয়নি গোললাইন টেকনোলজির কারণে। ছবি : এক্স

এল ক্লাসিকোয় লামিন ইয়ামালের শট কি গোললাইন অতিক্রম করেছিল? এই বিতর্ক শেষ হওয়ার নয়। স্প্যানিশ মিডিয়ায় এর নাম এখন ‘ভৌতিক গোল’।

বিতর্কের রেশের মাঝেই কাল (সোমবার) ইতালিয়ান সিরি ‘এ’তে প্রায় একই রকম পরিস্থিতিতে পড়েছিলেন রেফারি। ম্যাচে ৩-১ গোলে পাউলো দিবালাদের রোমাকে হারিয়েছে বোলোনিয়া। জোশুয়া জিরিকেজ ৪৫ মিনিটে বোলানিয়ার হয়ে করেছিলেন দ্বিতীয় গোল। তবে বলটা গোললাইন অতিক্রম করেছিল কিনা শঙ্কা ছিল তা নিয়ে।

এই সন্দেহ বড় হয়নি গোললাইন টেকনোলজির কারণে। বল গোললাইন অতিক্রম করায় রেফারি ফাবিও মারেস্কার ঘড়িতে সংকেত বেজে উঠে। রোমার খেলোয়াড়রা জানতে চাইলে রেফারি ঘড়ির দিকে তাকিয়ে বলেন, ‘‘ঘড়ি ভাইব্রেট করছে, মানে এটা গোল।’’

এই টেকনোলজি থাকলে রিয়ালের বিপক্ষে ইয়ামালের গোল হওয়া না হওয়া নিয়ে বিতর্ক হত না। সেই সময় মাঠে আসলে কি হয়েছিল, ভিএআর রেফারির কথোপকথন প্রকাশ করে সেটাই জানিয়ে দিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। রেফারি ভিএআর দেখার পর কেন গোল দেননি, সেটাই বোঝাতে চেয়েছে স্প্যানিশ এফএ।

এল ক্লাসিকোর সেই বিতর্কিত মুহুর্ত।

ভিএআর রেফারি সানচেজ মার্তিনেজ বলছিলেন, ‘‘লুনিনের শরীর এমনভাবে আছে যে বোঝা যাচ্ছে না কিছু। (কয়েকটা অ্যাঙ্গেলে দেখার পর) এতে বোঝা যাচ্ছে না, এতেও না, নাহ, এটাতেও না।’’

মাঠের রেফারি সতো গ্রাদো বলছিলেন, ‘‘আমাদের কোন তাড়া নেই। এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুদ্ধিমানের কাজ হচ্ছে অপেক্ষা করা।’’

এরপর ভিএআর রেফারি বলেন, ‘‘আমাদের কাছে কোনও প্রমাণ নেই বল পুরোপুরি গোললাইন পেরিয়ে যাওয়ার। কর্নার দিয়ে খেলা শুরু কর।’’

এরপরই শুরু হয় খেলা। অথচ গোললাইন টেকনোলজি থাকলে এমনিতেই সংকেত বেজে উঠত রেফারির ঘড়িতে। যেমনটা কাল হয়েছে রোমা-বোলোনিয়া ম্যাচে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত