Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
প্রিমিয়ার হকি লিগ

মোহামেডান হস্তক্ষেপ চাইল ক্রীড়ামন্ত্রীর

মারামারিতে জড়িয়ে মোহামেডানের দুই আর আবাহনীর এক খেলোয়াড় দেখেছিলেন লাল কার্ড।
মারামারিতে জড়িয়ে মোহামেডানের দুই আর আবাহনীর এক খেলোয়াড় দেখেছিলেন লাল কার্ড।

শিরোপার স্বপ্ন তখনও উজ্জ্বল ছিল মোহামেডানের। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে তারা এগিয়ে ছিল ৩-২ গোলে। প্রিমিয়ার হকি লিগের ফাইনালে পরিণত হওয়া ম্যাচটির বাকি ১৭ মিনিট আর গোল হজম না করলে শিরোপা উৎসবে ভাসত তারা।

তখনই কার্ড নিয়ে আপত্তি জানিয়ে মোহামেডান আর খেলেনি বাকি ১৭ মিনিট। আম্পায়াররাও ৩০ মিনিট অপেক্ষা করে বাজান ম্যাচ শেষের বাঁশি, জয়ী ঘোষণা করা হয় আবাহনীকে। এরই প্রতিবাদ জানিয়ে আজ (রবিবার) সংবাদ সম্মেলন ডাকে মোহামেডান। সেখানে তারা হস্তক্ষেপ চেয়েছে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের।

সংবাদ সম্মেলনে ক্লাবের ডিরেক্টর ইন চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ বললেন, ‘‘আমরা তো হকিতে কোনো ন্যায়বিচারই পাচ্ছি না। এখানে খেলে কী লাভ। আমরা পুরো ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। মন্ত্রীর কাছে বিচার চাচ্ছি। আমাদের বিপক্ষে হকি লিগ জুড়ে যে অন্যায়-অবিচার হয়েছে। এজন্য আমরা ফেডারেশনকে নানা সময়ে চিঠি দিয়েছি, সেই চিঠির প্রতিকার পাইনি। এখন বাধ্য হয়ে মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’’

সেই ম্যাচে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন মোহামেডানের দুই আর আবাহনীর এক খেলোয়াড়।  হলুদ কার্ড দেখেন দুই দলের একজন করে। মোহামেডানের দাবি, আম্পায়াররা ভিডিও রেফারেল না দেখে দুই খেলোয়াড় দ্বীন ইসলাম ও তানভীর সিয়ামকে লাল কার্ড দেখান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কাজী ফিরোজ রশিদ। সেখানে লেখা আছে, ‘‘আম্পায়ারদের দুইবার ওয়াকিটকিতে কথা বলতে দেখা যায়। এরপরই মোহামেডানের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। অথচ আমরা ভিডিও রেফারেল ব্যবহার করে ঘটনা পর্যালোচনা করতে বলেছিলাম। আম্পায়াররা আমাদের কথা শোনেননি।’’

মোহামেডানের হকি কমিটির সদস্য ও সাবেক খেলোয়াড় প্রতাপ শঙ্কর হাজরা জানান ‘‘আম্পায়াররা যদি নিরপেক্ষভাবে কার্ডের সিদ্ধান্ত নিতেন, তাহলে তো আবাহনীর পুষ্কর খীসা মিমোরও লাল কার্ড দেখার কথা। কিন্তু তাকে লাল কার্ড দেখানো হয়নি। মন্ত্রী ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন। নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে ফেডারেশন পরিচালনা করা উচিত। না হলে মৃত্যু ঘটবে হকির।’’

এবারের লিগে আজাদ–বাংলাদেশ স্পোর্টিং ম্যাচ ও অ্যাজাক্স-বাংলাদেশ স্পোর্টিং ম্যাচের বাকি অংশ পরদিন অনুষ্ঠিত হয়েছে। আবাহনী–মোহামেডান ম্যাচের ১৭ মিনিটের বাকি অংশ কেন পরদিন হল না, এ নিয়েও প্রশ্ন তোলেন প্রতাপ হাজরা।

এদিকে বাইলজ অনুযায়ী পয়েন্ট সমান হওয়ায় আবাহনী ও মেরিনার্সের প্লে-অফ খেলার কথা। ফেডারেশন দুই ক্লাবকে চিঠিও দিয়েছে। কিন্তু খেলতে রাজি হয়নি দুই দলের কেউ! এ নিয়ে আরেক জটিলতায় হকি লিগ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত