Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

টানা হার ঘুম কেড়ে নিয়েছিল বেঙ্গালুরু অধিনায়কের

বিরাট কোহলির সঙ্গে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। ছবি: বিসিসিআই
বিরাট কোহলির সঙ্গে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। ছবি: বিসিসিআই

পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান। ওপরে উঠতে জয়ের বিকল্প নেই। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর জিততেই যে ভুলে গেছে! টানা ছয় ম্যাচে শুধু হারের হতাশাই গ্রাস করেছে। অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের মাঠে গিয়ে জয়ের দেখা পেয়েছে তারা। হারের বৃত্ত ভাঙতে পারায় স্বস্তি ফিরেছে বেঙ্গালুরু ক্যাম্পে।

এবারের আইপিএলে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছে হায়দরাবাদ। ২৫০ রান তাদের কাছে ডালভাতের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই দলের বিপক্ষে তাদেরই মাঠে ৩৫ রানের জয় নিঃসন্দেহে স্বস্তির। রজত পতিদারের ২০ বলে খেলা ৫০ ও বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে (৫১) নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করে বেঙ্গালুরু। চলতি ফর্ম বিবেচনায় হায়দরাবাদের জন্য টার্গেটটা খুব একটা কঠিন ছিল না। তবে চমৎকার বোলিংয়ে প্যাট কামিন্সদের ১৭১ রানে থামাতে পেরেছে ফাফ ডু প্লেসিরা।

২৫ মার্চ সবশেষ পাঞ্জাব কিংসকে হারিয়েছিল বেঙ্গালুরু। এরপর থেকে হারই শুধু সঙ্গী হয়েছে। যদিও সানরাইজার্সের বিপক্ষে সবশেষ ম্যাচের আগে ঘরের মাঠে একই প্রতিপক্ষের সঙ্গে লড়াই করেও জিততে পারেনি তারা। হায়দরাবাদের ২৮৭ রানের জবাবে সেদিন ২৬২ পর্যন্ত গিয়েছিল বেঙ্গালুরু।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচেও খুব কাছে গিয়ে হারতে হয়। কলকাতার ২২২ রানের জবাবে বেঙ্গালুরু করেছিল ২২১। মাত্র ১ রানের হার আত্মবিশ্বাসে চরম আঘাত হানে। কিন্তু হায়দরাবাদের মাঠে গিয়ে ঘুরে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের নতুন রসদ পেয়েছে তারা।

অধিনায়ক ডু প্লেসি জানিয়েছেন, এই জয় তাদের জন্য ভীষণ স্বস্তির। নিজের জন্য আরও বেশি। কারণ টানা হার ঘুম কেড়ে নিয়েছিল তার! এবার তিনি রাতে শান্তিতে ঘুমাতে পারবেন।

হায়দরাবাদকে হারিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটার বলেছেন, “গত দুই ম্যাচে আমরা লড়াইয়ের দারুণ ইঙ্গিত দিয়েছিলাম। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে ২৭০-এর বেশি স্কোর ছিল, আমরা ২৬০ করেছিলাম (আসলে ২৬২)। পরে কলকাতা নাইট রাইডার্স ম্যাচেও লড়াই করেছি, হেরেছি মাত্র ১ রানে। প্রায় রেকর্ড চেজ হয়েও গিয়েছিল। আমরা অনেক কাছাকাছি গিয়েছি, তবে আত্মবিশ্বাস ফেরাতে জয়ের বিকল্প নেই।”

অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা গেছে তৃপ্ত বেঙ্গালুরু অধিনায়ক, “এটা ভীষণ স্বস্তির। আমরা (পয়েন্ট টেবিলের) কোথায় আছি, সেটা কোনও বিষয় নয়; আপনি না জিতলে সেটা আপনার ওপর প্রভাব ফেলবেই, আপনার মানসিকতার ওপর গিয়ে পড়বেই। এটা আপনার আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলবে। আজ রাতে আমি সহজেই ঘুমাতে পারব।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত