Beta
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Beta
মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বিজয়ের কথা শুনে কাটার শিখেছেন মোস্তাফিজ

মোস্তাফিজ-০৫৪

মোস্তাফিজের রহমানের নামই হয়ে গিয়েছে ‘কাটার মাস্টার’। তার কাটারে কাটা পড়েছেন বিশ্বের নামি সব ক্রিকেটার। কিন্তু বাঁহাতি পেসার কাটার শিখলেন কীভাবে? চেন্নাই সুপার কিংসের হয়ে এবার আইপিএল খেলতে গিয়ে সেই রহস্যই উন্মোচন করলেন মোস্তাফিজ।

কাটার তার সহজাত প্রতিভার একটি অংশ। বিশেষ কোনও অনুশীলন কিংবা কারও কাছ থেকে শেখেননি। তবে বোলিংয়ের এই অস্ত্র তাকে ধরিয়ে দিতে ভূমিকা রেখেছিলেন এনামুল হক বিজয়। জাতীয় দলের এই ব্যাটারের কথা শুনেই প্রথমবার চেষ্টা করেছিলেন স্লোয়ারের। এরপর সেটি আরও বিকশিত হয়ে পরিণত হয়েছেন কাটার মাস্টারে।

এবারের আইপিএল তিনি খেলছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। এই ফ্র্যাঞ্চাইজির প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে মোস্তাফিজ শুনিয়েছেন তার কাটারের গল্প, “ন্যাচারাল বললেই চলে। আমাকে কেউ কাটার শেখায়নি। একসময় জাতীয় দলে নেট বোলিং করছিলাম, ওই সময় বিজয় (এনামুল হক) ভাই বলেছিলেন, ‘তুই কি স্লোয়ার মারিস না।’ সেসময় আমি খুব জোরে বোলিং করতাম। উনি বলার পর আমি স্লোয়ার বল করার চেষ্টা করছিলাম। তো দেখলাম বল ভালোই ঘুরছিল। ঠিক মনে পড়ছে না, তবে মনে হয় অনেকেই আউট হয়েছিল। সেই থেকেই আমার কাটার বোলিংয়ের শুরু।”

ক্রিকেট জীবন শুরুর গল্পও শুনিয়েছেন মোস্তাফিজ, “আমার গ্রাম সাতক্ষীরার কালীগঞ্জ। আমরা চার ভাই, সবাই প্রায় ক্রিকেটপাগল। ভাইদের সঙ্গে এলাকার টুর্নামেন্টে খেলতে যেতাম। সেসময় তো ছোট ছিলাম, বাইরে থেকে খেলোয়াড় নিয়ে আসা হতো। ওইসময় আমি তাদের বোলিং করতাম। তাদেরই একজন আমার ভাইকে বলেছিল, ‘তোর ভাই তো ভালো বোলিং করে।’ সেই থেকে ধীরে ধীরে ক্রিকেটে আসা।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত