অলিম্পিক কড়া নাড়ছে দরজায়। এর পরিচিতি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে। এবারের আসর বসতে চলেছে প্যারিসে। আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই হলেও এর দুদিন আগে থেকে শুরু হবে বেশ কিছু ইভেন্ট। ফুটবল, রাগবি, হ্যান্ডবল আর্চারি এর অন্যতম।
সেই হিসেবে অলিম্পিকের বাকি আর ১০০ দিন। জমজমাট এই আসর আয়োজনে প্রস্তুত প্যারিসও।
উদ্বোধনে চমক
অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মত আসরগুলো কেন্দ্রিভূত হয় একটা স্টেডিয়ামকে ঘিরে। সেখানেই হয় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান। এবার ব্যতিক্রম প্যারিস। প্রথমবারের মত মেইন স্টেডিয়ামের বাইরে উদ্বোধন হবে সেইনে।
তবে সমাপনী অনুষ্ঠান রাখা হয়েছে মেইন ভেন্যু স্তাদে দ্য ফ্রান্সে। ফুটবল হবে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে। এই মাঠে কিলিয়ন এমবাপ্পেকে দেখতে চান স্বাগতিক দর্শকরা। কিন্তু রিয়াল মাদ্রিদে যোগ দিলে স্পেনের ক্লাবটি নাও ছাড়তে পারে তাকে।
সেই শঙ্কাতেই আগাম উদ্যোগ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। তার আহ্বান, ‘‘ আমি সব ইউরোপিয়ান ক্লাবগুলোকে আহ্বান করছি তারা যেন অলিম্পিকের জন্য ফুটবলারদের খেলতে পাঠায়।’’
আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট চায় লিওনেল মেসিকে খেলাতে। এখন মেসি নিজে কি রাজি হবেন এই বয়সে অলিম্পিক খেলতে?
পদক কয়টি
মোট ৩২টি খেলা থাকছে প্যারিস অলিম্পিকে। তাতে পদকের ইভেন্ট ৩২৯টি। প্রথম পদকের লড়াই ২৭ জুলাই শ্যুটিংয়ে। শেষ পদকের ম্যাচ ১১ আগস্ট মেয়েদের বাস্কেটবলে। এবার নতুন খেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ‘ব্রেকিং’। ২০১৮ যুব অলিম্পিকে ছিল শারীরিক কসরত ও নাচের মিশ্রণের এই খেলা। তবে টোকিও অলিম্পিক থেকে প্যারিসে বাদ পড়েছে কারাতে ও বেসবল।
প্রাইজমানি
অলিম্পিক মূলত অপেশাদারদের খেলা, তাই এখানে প্রাইজমানি ছিল না কখনও। তবে বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন অ্যাথলেটদের অর্থ পুরস্কার দিতে যাচ্ছে প্রথমবারের মত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ৪৮টি ইভেন্টের জন্য তাদের বাজেট ২.৪ মিলিয়ন ডলার। সোনাজয়ীদের প্রত্যেককে ৫০ হাজার ডলার দিবে তারা। প্রতি চার বছরে বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনকে দেওয়া আইওসির অনুদান থেকে দেওয়া হবে এই প্রাইজমানি।
বাংলাদেশ থেকে কারা
সরাসরি অলিম্পিক কোটা এবার পাননি বাংলাদেশের কেউ। তবে চারটি ডিসিপ্লিনে ছয় ক্রীড়াবিদের ওয়াইল্ড কার্ডের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে বিওএ।
তারা হচ্ছেন শুটিং থেকে শায়রা আরেফিন ও রবিউল ইসলাম, গলফে সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন, বক্সিংয়ে মো: সেলিম আর আরচারি থেকে হাকিম আহমেদ রুবেল।
এই তালিকায় থাকতে না পেরে হতাশা জানিয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত। এসএ গেমসে দুটি সোনা জয়ী এই ভারোত্তোলক সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, ‘‘এসএ গেমসে আমার দুটি সোনা আছে। অলিম্পিকের মত বড় আসরে খেলার স্বপ্ন দেখতেই পারি আমি। কিন্তু এবারও আমার খেলা হচ্ছে না অলিম্পিকে।’’
বাংলাদেশের কোনও অ্যাথলেটের অবশ্য অলিম্পিক পদক নেই। পদক পরের কথা নিজেদের সেরাটাও খেলতে পারেন না বেশির ভাগ অ্যাথলেট। প্যারিসে ভাগ্যটা বদলাবে কি?