Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

নেসলের শিশুখাদ্যে চিনি : পর্যালোচনা করবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

নেসলের নিডো ও সেরেলাকে চিনি ও মধু মেশানোর অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত
নেসলের নিডো ও সেরেলাকে চিনি ও মধু মেশানোর অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া বহুজাতিক প্রতিষ্ঠান নেসলের শিশুখাদ্যে চিনি মেশানোর অভিযোগের বিষয়টি পর্যালোচনা করে দেখবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

নেসলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার সকাল সন্ধ্যাকে একথা জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া।

তিনি বলেন, “বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সুইজারল্যান্ডের অনুসন্ধানী সংগঠন পাবলিক আইয়ের এক প্রতিবেদনে দরিদ্র দেশগুলোয় বাজারজাত করা শিশুখাদ্যে মানমাত্রার বেশি চিনি ও মধু ব্যবহারের অভিযোগ ওঠে।

সেখানে বলা হয়, নেসলে ইউরোপের দেশগুলোর জন্য যে শিশুখাদ্য তৈরি ও বাজারজাত করছে সেখানে কোনও চিনি মেশানো হয় না। কিন্তু এশিয়ার দেশ যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলোয় যে শিশুখাদ্য সরবরাহ করে সেখানে চিনি ও মধু মেশানো হয়।

এই তিনটি দেশের মধ্যে আবার চিনি ও মধু মেশানোর পরিমাণ বাংলাদেশে বেশি। পাবলিক আই বলছে, শিশুদের মুটিয়ে যাওয়া ও অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের কারণ এসব উপাদান। এটি আন্তর্জাতিক গাইডলাইনের স্পষ্ট লঙ্ঘনও।

এই প্রতিবেদনটি দেখেছেন কিনা জানতে চাইলে জাকারিয়া বলেন, “আমি শুনেছি, এখনও দেখিনি। পুরোটা দেখব, পর্যালোচনা করব।”

অভিযোগটি বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠিত হতে হবে, প্রমাণ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আগে একটু দেখি, এরপর সবকিছু পর্যালোচনা করা হবে। যদি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই পদক্ষেপ নেব।”

পাবলিক আইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে সেরেলাকে প্রতি ১০০ গ্রামে চিনির পরিমাণ ৩ দশমিক ৩ গ্রাম, ভারত ও পাকিস্তানে যার পরিমাণ ২ দশমিক ৭ গ্রাম করে।

প্যাকেটে চিনির কথা লেখা থাকলেও, একারণে শিশুস্বাস্থ্যের যেসব ঝুঁকি তৈরি হতে পারে সেগুলো ঘোষণা করা হয়নি।

এ প্রতিবেদন প্রকাশের পর, এরই মধ্যে ভারত নেসলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত