Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪
Beta
শুক্রবার, ১০ মে, ২০২৪

বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন যুবরাজ

যুবরাজ-০১

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর একমাস পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে কুড়ি ওভারের বিশ্বকাপ। এবারের প্রতিযোগিতার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন যুবরাজ সিং। ভারতের সাবেক অলরাউন্ডার নতুন পরিচয়ে সামনে আসার পর বেছে নিয়েছেন ২০২৪ আসরের চার সেমিফাইনালিস্ট।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার যুবরাজ সিং। তার দুর্দান্ত পারফরম্যান্সেই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতেছিল ভারত। তাদের একমাত্র কুড়ি ওভারের বিশ্বকাপ জয়ের পথেও তার অবদান ছিল। ২০০৭ সালে যেবার ভারত কুড়ি ওভারের বিশ্বকাপ জিতেছিল, সেবার স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে নতুন ইতিহাস লিখেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন অনেক আগেই। এখনও ২২ গজে তাকে দেখা যায় লিজেন্ডস ক্রিকেট বা প্রদর্শনী ম্যাচে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূতের দায়িত্ব পেয়েছেন আইসিসি থেকে।

নতুন পরিচয়ে আইসিসির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রশ্ন-উত্তর পর্বে মুখোমুখি হয়েছিলেন যুবরাজ। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন চার দলকে সেমিফাইনালে দেখছেন তিনি? উত্তরে যুবরাজ বলেছেন, “ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান।”

সাবেক ভারতীয় অলরাউন্ডারের পছন্দের তালিকার সঙ্গে প্রায় মিলে গেছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের নাম। তার পছন্দের চার দলের তিন দল আগের আসরে সেমিফাইনাল খেলেছিল।

২০২২ সালের বিশ্বকাপে শুধু অস্ট্রেলিয়া শেষ চার নিশ্চিত করতে পারেনি। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে জায়গা করে নিয়েছিল ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড। ইংলিশরা তো চ্যাম্পিয়ন হয়েই শেষ করেছিল অস্ট্রেলিয়ার মাটির বিশ্বকাপ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত