Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বেইলি রোডের অগ্নিকাণ্ডে বিপিএলে ১ মিনিটের নীরবতা

অগ্নিকান্ডের পর ক্ষতিগ্রস্থ বেইলি রোডের ৭ তলা ভবন। ছবি: সকাল সন্ধ্যা।
অগ্নিকান্ডের পর ক্ষতিগ্রস্থ বেইলি রোডের ৭ তলা ভবন। ছবি: সকাল সন্ধ্যা।
[publishpress_authors_box]

বৃহস্পতিবার রাতে বেইলি রোডের সাত তলা ভবনের অগ্নিকান্ডের ঘটনায় ১ মিনিট নীরবতা পালন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বিপিএল ফাইনাল। এতে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।

এই ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করবেন ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ারসহ সবাই। তথ্যটি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।

বেইলি রোডের অগ্নিকান্ডে এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। সারা দেশের মানুষের মত মর্মান্তিক এই অগ্নিকান্ডের ঘটনা ছুঁয়ে গেছে ক্রিকেটারদের হৃদয়েও।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত