Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

‘ফাইনালের’ আগে জিমিকে নিয়ে উত্তপ্ত হকি

৩৩৩৩৩৩৩৩৩৩৩

আবাহনী লিমিটেড- মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচটা এখন অলিখিত ফাইনাল । আবাহনীকে আগামীকাল (শুক্রবার) হারালেই প্রিমিয়ার হকির শিরোপা জিতবে মোহামেডান। আর আবাহনী জিতলে শিরোপা স্বপ্ন শেষ হবে মোহামেডানের। সেক্ষেত্রে আবাহনী বা মেরিনার্স ভাসতে পারে শিরোপা উৎসবে।

এমন সমীকরণের আগে কিনা আবাহনীর বিপক্ষে না খেলার হুমকি দিল মোহামেডান! তিন হলুদ কার্ডের কারণে মোহামেডানের হয়ে রাসেল মাহমুদ জিমি খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে। বিষয়টি পুনর্বিবেচনার জন্য মোহামেডান ক্লাব থেকে ফেডারেশন ও লিগ কমিটিকে চিঠি দেওয়া হয়েছে। ফেডারেশন থেকে জিমির খেলার ছাড়পত্র পাওয়া না গেলে আবাহনীর বিপক্ষে না খেলার কথাও ভেবে রেখেছে মোহামেডান।

আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে মোহামেডানের হকি কর্মকর্তা সারওয়ার হোসেন বলেছেন, ‘‘এবারের লিগে আমাদের সঙ্গে নানাভাবে বিমাতাসূলভ আচরণ করা হচ্ছে। বিভিন্ন সময় আমাদের বিপক্ষে রায় হচ্ছে। জিমির বিষয়ে দ্বিতীয় হলুদ কার্ডের পর সতর্কীকরণ চিঠি দিয়ে লিগ কমিটি আমাদের জানাবে। সেটা তারা জানায়নি। অথচ তিন কার্ডের পর তারা জানায় জিমি খেলতে পারবে না।’’

এর সমাধান না হলে না খেলার হুমকিও দিয়ে রাখলেন তিনি, ‘‘জিমির বিষয়টি নিয়ে ফেডারেশনকে আবারও আজ চিঠি দিয়েছি বাইলজের ধারা উল্লেখ করে। এ ব্যাপারে সমাধান না পেলে হয়তো আমরা খেলবো না। দল অনুশীলনের মধ্যে আছে। ফেডারেশনের জবাব পাওয়ার পর আমরা খেলবো কি খেলবো না, সেটা ক্লাব সভাপতির সঙ্গে আলোচনা করে কাল সিদ্ধান্ত নেবো।’’

১৪ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩৫ পয়েন্ট। আবাহনী ও মেরিনার্সের সংগ্রহ ৩৪। আবাহনীকে শুক্রবার হারালে ৩৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে মোহামেডান। আবাহনী জিতলে পয়েন্ট হবে ৩৭।  মেরিনার্স নিজেদের খেলায় জিতলে তাদেরও পয়েন্ট হবে ৩৭। তখন আবাহনী-মেরিনার্সের মধ্যেই হবে শিরোপার নিষ্পত্তি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত